খবরদেশসর্বশেষ

স্কুল-কলেজ সমস্তকিছুই বন্ধ প্রায় দশ মাস। কি অবস্থার সমস্ত শিক্ষার্থীদের?

২০২০ সালের প্রথম থেকেই করোনা ভাইরাসের প্রকোপ দেখা যায় গোটা বিশ্বে। এরপর যখন পরিস্থিতি আরো ভয়াবহ হয় সেই সময়ে বন্ধ করে দেয়া হয় সমস্ত অফিস-আদালত স্কুল-কলেজ। লকডাউন করে দেওয়া হয় সমস্ত কিছু। আস্তে আস্তে কিছুটা পরিমাণ ভাইরাসের সংক্রমণ কম হলে শিক্ষা প্রতিষ্ঠান বাদে সমস্তকিছুই খুলে দেওয়া হয় , তবে অবশ্যই সচেতনতার উপর নজর রাখতে বলা হয় সকলকে। (365 Reporter Bangla Education News : Let us see the progress of students as school colleges are closed for 10 months)

প্রায় নয় মাস এর কাছাকাছি স্কুল কলেজ বন্ধ বাংলাদেশের। হচ্ছেনা কোন পাবলিক পরীক্ষা। অনলাইনের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাদান করার পরিকল্পনা করে থাকলেও সেই বিষয়ে ইতিবাচক দিক খুব বেশি একটা পাওয়া যায়নি। আপাতত স্কুল-কলেজ আরো কত দিন বন্ধ থাকবে সে বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কিছু স্পষ্ট করে বলতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে অনেক শিশুদেরই যাদের পড়াশোনা একনাগাড়ে বন্ধ থাকার জন্য জীবনে ঘটছে অনেক রকমের বদল, ভেঙে যাচ্ছে নিয়মকানুনগুলো ।

এই রকমই একটি সমস্যার কথা বললেন উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের এক সরকারি স্কুল যেখানে রুয়াইদা রহমান নামে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সম্পর্কে বললেন তার মা। তিনি জানালেন, নয় মাস হতে গেল বাচ্চাদের স্কুলে পাঠানো হয়না। অনেক ক্ষেত্রেই এই জন্য ক্লাসে যে সমস্ত শিক্ষা দেওয়া হতো সেগুলো থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রথম ক্লাসের অনেক কিছুই না শিখে পরবর্তী ক্লাসে উঠে যাবে, যার ফলে অনেক কিছু বিষয় জ্ঞান তারা লাভ করতে পারবে না।

ক্লাসে হোম ওয়ার্ক দেওয়া হতো সেগুলি করে নিয়ে গিয়ে শিক্ষককে দেখানো আরো অনেক বন্ধুদের সঙ্গে মেশা, ক্লাসের পরিবেশ, সমস্ত বিষয় ভুলে যাচ্ছে বাচ্চারা। পড়াশুনায় কোনরকম আগ্রহ দেখা যায় না। স্কুল কবে খুলবে সে বিষয়ে কোনো রকমে স্পষ্ট করে জানা যায়নি সরকারের পক্ষ থেকে। ঢাকায় একটি সংবাদ সম্মেলন হয়েছিল এবং যেখানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন যে, চিন্তা করা হয়েছিল সমস্ত রকম সচেতনতা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলে দেওয়া হবে কিন্তু সেটা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত করোণা পরিস্থিতি একটু ভালো না হয়।

তবে বোঝা গেছে যে যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন আসবে ততক্ষন এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলা সম্ভব হবে না সরকারের পক্ষে। শিক্ষা মন্ত্রী একবার জানিয়েছেন যে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ক্লাস করানো হবে এবং এস এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এতদিন পর্যন্ত চলে আসছে ইন্টারনেট এবং অনলাইনের মাধ্যমে পড়াশুনো কিন্তু সেটা কতটা সফলতা প্রদান করবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন কেউই জানিনা কবে আবার সমস্ত কিছু স্বাভাবিক হবে এবং স্কুল-কলেজ আবার খুলবে, ছাত্রছাত্রীরা তাদের স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারবে।

Let us see the progress of students as school colleges are closed for 10 months
স্কুল-কলেজ সমস্তকিছুই বন্ধ প্রায় দশ মাস। কি অবস্থার সমস্ত শিক্ষার্থীদের?

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।