খবররাজ্যসর্বশেষ

সংঘাতের জন্য বন্ধ করা হল বিশ্বভারতীর পাঁচিল তৈরীর কাজ

সোহার্দী পাঁচিল তৈরি করা নিয়ে সঙ্ঘাত বেধেছে রাজ্য সরকার বনাম বিশ্বভারতী কর্তৃপক্ষ। দমকল অফিস দিয়ে একটি রাস্তা আছে আছে যেখান থেকে সহজেই বিশ্বভারতী যাওয়া যায় কিন্তু সেই রাস্তাতেই এবার পাঁচিল তৈরি করে দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। (Suhrawardi Panchil News : The new wall making process of Visva Bharati University remains closed due to huge trouble)

এই ঘটনাটি যখন সকলে জানে তখন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে জেলাশাসক । ওই স্থানে পৌঁছে যান জেলার পুলিশ সুপারসহ জেলাশাসক। সেই মুহূর্তেই বন্ধ করে দেওয়া হয় পাঁচিল তৈরীর কাজ, এবং সেখানে যে সমস্ত নির্মাণকাজের জিনিসপত্র ছিল সেগুলো কেউ প্রশাসনের তরফ থেকে বাজেয়াপ্ত বলে নিয়ে যাওয়া হয়। এখানকার বাসিন্দারা অভিযোগ করেছেন যে, শান্তিনিকেতন যাওয়ার একটা শর্টকাট ছিল ওই চিত্রা মোড় কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ ওইখানে পাঁচিল তৈরি করছে এবং যার জন্য শান্তিনিকেতনের যাওয়ার যে শর্টকাট টা ছিল সেটা বন্ধ হলে অসুবিধায় সকলেই পড়বে।

বাসিন্দারা বলেছেন যে পাঁচিল তৈরীর কাজ যদি বন্ধ না করা হয় তবে অবিলম্বে সেইখানে আন্দোলন চালানো হবে। এই পাঁচিলকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের যথেষ্ট দ্বন্দ্ব দেখা দিয়েছিল আগেও।

যখন পৌষ মেলা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়েছিল সেই সময় পাঁচিল দেওয়া নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হয়েছিল। তখন সেখানকার বাসিন্দারা ওই পাঁচিল বন্ধ করে এমনকি এই পাঁচিল কে কেন্দ্র করে সম্পূর্ণ ঘটনাটি আদালত পর্যন্ত নিয়ে গিয়েছিল।

জেলাশাসকের তরফ থেকে বলা হয়েছে যে যদি বিশ্বভারতীতে কোনরকম পাঁচিল তৈরি করা হয় তবে অবশ্যই তার আগে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে হবে। অন্যদিকে আবার অমর্ত্য সেনের যে বাড়ি আছে সেই বাড়ির জমি সংক্রান্ত বিষযে বিশ্বভারতী কর্তৃপক্ষ সরকারের ক্ষোভে পড়েছিল । মুখ্যমন্ত্রী যখন বোলপুরের সভা করেছিলেন সেই সময় ঘোষণা করে দিয়েছিলেন যে উপাসনা গৃহ হইতে কালিসায়ের যে মোড় রয়েছে, সেটা সরকারের, ওখানে কোনরকম বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজের কেরামতি করতে পারবেন না।

The new wall making process of Visva Bharati University remains closed due to huge trouble
সংঘাতের জন্য বন্ধ করা হল বিশ্বভারতীর পাঁচিল তৈরীর কাজ (Internet photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।