অভিনেতার বিরুদ্ধে উঠল ১.৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ
বিশাল পরিমাণ টাকার প্রতারণা করার অভিযোগ উঠল গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমাতে অভিনয় করা বিখ্যাত অভিনেতা এবং চিত্রনাট্যকার জিশান কাদরির উপর। এই প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাইয়ের আম্বিলি থানায়। তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে এক প্রযোজক যতীন শেঠী। (Bollywood News : Monetary manipulation case against Gangs of Wasseypur actor Zeishan Quadri)
তিনি কাদরির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি এবং তার এক বন্ধু একটি ওয়েব সিরিজ বানানোর জন্য টাকা বিনিয়োগ করেছিলেন, এই ওয়েব সিরিজটি তৈরি করার দায়িত্বে ছিলেন জিশান কাদরি। সময়মতো কাদরি এই সিরিজটি তৈরি করেনি, উপরন্তু কোন টাকায় ফেরত দেয়নি তাদের।
তিনি আরো বলেন, কাদরির কাছে সে যখন টাকা চায় তখন কাদরি তাকে একটি চেক দেয়। কিন্তু সেই চেকটি সম্পূর্ণভাবে বাউন্স ছিল বলে যতীন জানান। যতীন শেঠীর মতে, কাদরিকে দেওয়া ওয়েব সিরিজের জন্য টাকা, অন্যত্র খরচ করে কাদরি,যায় জন্যই কনো টাকা সে ফেরত দিতে পারছে না।
জিশান কাদরি, অনুরাগ কাশ্যপের পরিচালনা করা “গ্যাংস অফ ওয়াসিপুর” এর চিত্রনাট্যকার সঙ্গে লেখক ছিলেন। এই সিনেমাটির একটি জায়গাতেও অভিনয় করেছিলেন স্বয়ং জিশান কাদরি। এছাড়াও তাকে অন্যান্য বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে দেখা গিয়েছে।
যতীন শেঠি জিশান কাদরির বিরুদ্ধে এক কোটি পাঁচ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এনেছেন, এই অভিযোগ এনে তিনি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন।
পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে, খুব তাড়াতাড়ি এই বিষয়ে তদন্ত করা হবে এবং কাদরিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
