খবরজীবনযাত্রাসর্বশেষ

ঢাকা ঠোঁট, তাই তাক লাগিয়ে দিতে হবে চোখ দিয়ে, জেনে নিন বিস্তারিত

দুর্গা পুজো মানেই নতুন সাজগোজ। বন্ধু এবং পরিবারের সকলের সঙ্গে হৈ-হুল্লোড়। নতুন জামা পড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন মানুষের সঙ্গেও দেখা করা। দুর্গাপূজা মানে আরেকটি কথা সকলের আগে মনে আসে তা হলো মুখের মেকআপ। (365 Reporter Bangla Beauty Tips in Durga Puja 2020 : Lips are covered so you have to strike with your Eyes)

এবছরের পুজোটা একেবারেই আলাদা। ভিড় করে রাস্তায় ঠাকুর দেখা নেই, রাস্তায় বসে রেস্তোরাঁয় পেট পুজো করা নেই, একসঙ্গে হইহই করে ঘুরে বেড়ানো নেই, তার বদলে রয়েছে অনলাইনে ঠাকুর দেখা।

কিন্তু অনলাইন হোক অথবা অফলাইন, মেয়েদের সাজগোজ না করলে একেবারেই মানায় না। তাই বহু প্রতীক্ষিত পুজোর কটা দিন হালকা একটু মেকআপ করাটা কিন্তু ম্যান্ডেটরি। যেহেতু এবছর মাস্ক এর ভেতরে থাকবে মুখের অর্ধেক অংশ, তাই পারফেক্ট আই মেকআপ টা কিন্তু খুব জরুরি এই বছর পুজোয়।

তাই চট করে দেখে নিন, পারফেক্ট আই মেকআপ এর জন্য আপনি কি কি করবেন। (Wow Eye Makeup Tips :To do perfect eye makeup, consider using Concealer, Eye Shadow, Eyeliner and Mascara)

কনসিলার (Concealer): চোখের মেকআপ এর জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস হল কনসিলার। নিজের স্কিনটোন অনুযায়ী প্রথমে কনসিলার কিনতে হবে। তারপর চোখের ডার্ক সার্কেল এর উপর সেটিকে লাগান। এরপর চোখের পাতার উপরে ও লাগাবেন। তারপর ভালো করে চোখের চারপাশে মিশিয়ে ফেলবেন কনসিলার।

আইশ্যাডো (Eye Shadow): চোখের রং এবং পোশাকের রং অনুযায়ী আইশ্যাডো ব্যবহার করবেন। কাল অথবা গাঢ় রঙের চোখের জন্য নীল, ধূসর অথবা সবুজ রঙের আইশ্যাডো মানিয়ে যায়। এছাড়া যদি আপনার হালকা রঙের চোখ থাকে তাহলে দিতে পারেন তামাটে অথবা বাদামি রং। প্রথমে হালকা কোরিয়ায় শ্যাডো ব্রাশ দিয়ে লাগান চোখের ওপরে।চোখে কতটা আইশ্যাডো আপনি দিতে চান সেটা আগে ঠিক করে নিন। তারপর আইশ্যাডো ব্যবহার করুন।

আইলাইনার (Eyeliner): আইশ্যাডো লাগানোর পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো চোখের ওপরে আইলাইনার লাগানো। চোখের ওপরের পাতায় আইলাইনার লাগাতে হবে। প্রথমে পেন্সিল দিয়ে লাইন করে হালকা করে ঘষে নিন। এরপর নিজের চোখের আকার অনুযায়ী আইলাইনার ব্যবহার করুন। তারপর এর উপর হালকা পাউডার ব্রাশ করে দিন, এমন করলে আপনার চোখের ওপরের আইলাইনার ঘেঁটে যাবে না।

মাস্কারা (Mascara): আপনার চোখের পাতা যদি ঘন না হয় তাকে ঘন করতে আপনাকে লাগাতে হবে মাস্কারা। মাশকারা লাগানোর আগে চোখের পাতায় একটু পাউডার ব্রাশে করে লাগিয়ে নিন। চাইলে কন্টাক্ট লেন্স পড়তে পারেন। (You may consider wearing contact lenses to look sexy)

তবে পুজোয় দিনের বেলা একদম হালকা মেকআপ করে বেরোলে আপনাকে ফ্রেশ দেখতে লাগবে। রাতের দিকে অবশ্যই গাঢ় মেকআপ করতে পারেন। তবে মেকআপ করার আগে ভেবে নিন কোন পোশাকের সাথে কোন মেকআপ টা আপনার জন্য যথাযথ। জমকালো জামা কাপড় পড়লে চোখে হালকা মেকআপ দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে।

lips are covered so you have to strike with your eyes
ঢাকা ঠোঁট, তাই তাক লাগিয়ে দিতে হবে চোখ দিয়ে, জেনে নিন বিস্তারিত (Collected from Pinterest)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।