খবরভাইরালসর্বশেষ

গভীর সমুদ্রে অর্ণব ! আত্মহত্যার প্ররোচনার দায়ে গ্রেফতার অর্ণব গোস্বামী

Mumbai : অর্ণব গোস্বামী রিপাবলিক টিভি এডিটর তাকে নিয়ে আগেও টিআরপি বাড়ানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছিল অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। জানা যায় ২০১৮ সালে অনভয় নায়েক পেশায় একজন ইন্টেরিয়ার ডিজাইনার আর মা আত্মহত্যা করেছিলেন, আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন অর্ণব গোস্বামী, এরকমি অভিযোগ এনে মুম্বাইয়ের রায়গর পুলিশ তাকে গ্রেফতার করে। (Mumbai Police arrests editor Arnab Goswami for inciting in a suicide. Earlier, it is told that Journalist Arnab fakes the TRP of Republic TV Channel. In 2018, interior designer Anvay Naik and his wife commit suicide)

সকালে মুম্বাইতে রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীর বাড়িতে যান পুলিশ কর্তারা, সেখানেই গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। (Arnab Goswami in deep ocean. Raigarh, Mumbai Police)

এক সংবাদ সংস্থার দ্বারা খবর পাওয়া যায় যে, অর্ণব গোস্বামীকে পুলিশ গ্রেফতার করার পরে পুলিশের বিরুদ্ধে তিনি শারীরিক হেনস্তার অভিযোগ করেন।

খবর সূত্রে জানা যায় যে ২০১৮ সাল নাগাদ, অনভয় নায়েক নামে ইন্টেরিয়র ডিজাইনার ছিল, জানা যায় সে অর্ণব গোস্বামী থেকে প্রায় ৮৩ লক্ষ টাকা পেত, কিন্তু অর্ণব গোস্বামী তাকে সেই টাকা মেটায়নি, ফলে সেই ইন্টেরিয়র ডিজাইনার অনভয় নায়েক এবং তার মা আত্মহত্যা করেন।

এই আত্মহত্যার প্ররোচনার মামলায় আরও দুজন ফিরোজ খান এবং নীতিশ সারদা নামের ব্যক্তিদের ওপর ও অভিযোগ আনা হয়। এই মামলার তদন্ত প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মহারাষ্ট্রের রাষ্ট্রপতি অনিল দেশমুখ আবার এই মামলাটির তদন্ত করার নির্দেশ দেন পুলিশকে। (Accusation on Feroz Shaikh and Nitish Sarda)

মৃত ইন্টেরিয়র ডিজাইনার অনভয় নায়েকের মেয়ে আবার অভিযোগ করেন, যার ফলে মহারাষ্ট্রের সরকার নির্দেশ দেয় তাদের আত্মহত্যার তদন্ত শুরু করার জন্য। (Mrs. Akshata Naik, the daughter of dead interior designer Anvay Naik. Adnya)

Mumbai Police arrests editor Arnab Goswami for inciting in a suicide
আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য, মুম্বাই পুলিশ গ্রেফতার করল অর্ণব গোস্বামীকে

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।