খবরভাইরালরাজনীতিরাজ্যসর্বশেষ

Minakshi Mukherjee Salary, Age, Pics : নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী ! আয় শুনলে আপনিও দুবার ভাববেন

বিধানসভা ভোটকে কেন্দ্র করে এখন সকলের নজরে রয়েছেন নন্দীগ্রাম, কারণ এই নন্দীগ্রামে বিধানসভা ভোটের যে তুমুল লড়াই চলবে তা বোঝা গেছে, যখন নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং উল্টোদিকে রয়েছেন বিজেপির প্রার্থী হিসেবে তৃণমূল দলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। (West Bengal Assembly Election 2021 News : Nandigram Sanjukta Morcha DYFI contestant Minakshi Mukherjee salary, education details)

এবার নন্দীগ্রামকে হাতের মুঠোয় আনতে দুই দলই বেশ কড়া পদক্ষেপ নিয়েছেন তবে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুটি দলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সেইখানেই একজন সাধারন মীনাক্ষী মুখোপাধ্যায় যিনি বাম কংগ্রেসের জোট এর প্রার্থী হয়ে লড়ছেন নন্দীগ্রামে। নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে যে মাত্র তেরোশো টাকা এই মুহূর্তে মীনাক্ষীর হাতে রয়েছে এবং যা দিয়েই তিনি সমাজসেবার কাজ করতে চান। (CPIM DYFI Nandigram contestant Minakashi Mukherjee Salary, Education, Pics, Age, Party)

মীনাক্ষীর রোজগার শুধুমাত্র এই পার্টি থেকে আসে মাসে ৫০০০ টাকা। মীনাক্ষী প্রার্থী হওয়ার জন্য যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে নিজেকে সমাজকর্মী বলেছেন। মীনাক্ষীর বয়স ৩৭ বছর এবং তিনি স্নাতকোত্তর করেছেন ২০০৭ সালে। এরপরে বিএড পাস করেছেন তিনি ২০১০ সালে। মীনাক্ষীর মোট সম্পত্তি আছে ১,৩২,১৯৮ টাকার। কোন আয় কর তাকে জমা দিতে হবে না বলেই জানিয়েছেন ভোট নির্বাচন কমিশন।

৩৭ বছর ধরে একদম সাধারন জীবন কাটান মীনাক্ষী। মীনাক্ষী একজন আন্ডারডগ এরকমই মন্তব্য করেছেন রাজনৈতিক এর বিভিন্ন বিশেষজ্ঞরা। তাদের মতে মীনাক্ষী পারবে প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই করতে শুধুমাত্রই কিছু দিনের অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয় দুই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মীনাক্ষী একজন সাধারন হয়ে কতটা জায়গা করে নিতে পারে নন্দীগ্রামের বাসিন্দাদের মনে।

nandigram sanjukta morcha dyfi contestant minakshi mukherjee salary education details
নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী ! আয় শুনলে আপনিও দুবার ভাববেন