IND Vs AUS Test, Adelaide : বাজেভাবে হারল বিরাটের দল, তুমুল ট্রোলড হলেন অনুষ্কা
কোন খেলায় বিরাট কোহলি খারাপ খেললেই ফ্যানেরা অনুষ্কার ওপর তীব্র আক্রমণ করে থাকেন। এবারও নেটের জনতারা অনুষ্কাকে অপয়া দুর্নাম দিয়ে দিলেন। আজকে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে হেরে যায় টিম ইন্ডিয়া। (Viral Now: Neijens troll Anushka Sharma for the poor performance of Virat’s India team against Australia in Adelaide)
আর এরপরই তুমুল ট্রোলের পাত্রী হয়ে ওঠেন বিরাট কোহলির বউ অনুষ্কা শর্মা। এমন কি ফ্যানেরা অভিযোগ জানাচ্ছেন যে, অনুষ্কার জন্য বিরাট এর খেলার মন-মানসিকতা চলে গিয়েছে। আর তিনি অল্পক্ষণের মধ্যেই আউট হয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, সামনের মাসে মা হবেন অনুষ্কা শর্মা। আর পরিবারকে সময় দেওয়ার জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন বিরাট কোহলি। এই ম্যাচ খেলার পর সামনে তিনটি টেস্টে তিনি পরিবারকে সময় দেবেন। ফলে তিনি ওই টেস্টগুলো খেলতে পারবেন না।
ফ্যানেরা বেজায় চটে গিয়েছেন বিরাট এর উপর। অনেকে বলছেন,”এখন বিরাট কোহলি ক্রিকেট বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন। তাকে যত দ্রুত সম্ভব অধিনায়ক এর পদ থেকে বের করে দেওয়া হোক।”
এক ব্যক্তি লিখলেন,”11 নম্বর প্লেয়ার হিসেবে অনুষ্কা এবং ধোনি খেলছে।” অন্য এক ব্যক্তি ব্যঙ্গ করে লিখলেন, “আনুশকা-কোহলির জন্য অপেক্ষা করছিল। তাই কোহলি তাকে আর বসিয়ে রাখতে পারলেন না। পারফেক্ট হাজবেন্ড বলে কথা!”
প্রসঙ্গত, অ্যাডিলেডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারত ১০ উইকেট হারিয়ে ২৪৪ রান করে। এরপর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ১৯১ রান করে। তবে দ্বিতীয় ইনিংসে ভারত খুব বাজে পারফর্ম করে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যায়। আর এর জবাবে ৮ উইকেটে অস্ট্রেলিয়া একদম অনায়াসে প্রথম টেস্ট জিতে নেয়।
