বিদেশরাজনীতিসর্বশেষ

পাকিস্তানের বাজার দখল করতে প্রস্তুত চিন

সম্প্রতি বেশ কয়েক মাস ধরে ভারত-চিন সম্পর্কে আঁচ লেগেছে সীমান্ত এলাকার জায়গা দখল নিয়ে। সীমান্তে অশান্তি শুরু হয় অনধিকার প্রবেশ নিয়ে। এরপর ভারতীয় সেনার ওপর হামলা এবং ভারতীয় ভূখণ্ডে প্রবেশ এবং মিসাইল মোতায়েনের মতো ঘটনা ভারত-চিন সম্পর্ককে আরো খারাপ করেছে।

এরইমধ্যে চিনকে শিক্ষা দিতে ভারতের পক্ষ থেকে প্রথম পর্যায়ে ৫৯ টি চিনা অ্যাপ এবং পরবর্তী পর্যায়ে চিনের ৪৭ টি ক্লোন অ্যাপ নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ভারত-চিন সম্পর্ক খারাপ হ‌ওয়ায় আর্থিক দিক থেকে কিছুটা আহত হয়ে পড়েছে চিন। বানিজ্যিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রাগনের দেশ।

এই পরিস্থিতিতে চিনকে সাহায্য করতে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তান নিজেও আর্থিক সংকটে ভুগছে। স্থানীয় এবং ছোট ব্যবসায়ীদের কথা ভুলে নিজেদের দেশে চিনা কোম্পানিকে ব্যবসা করার জন্য আহ্বান জানিয়েছে ইমরান খানের সরকার (New Business Deal Between China And Pakistan)। চিনের বেশ কিছু সংস্থা‌র সাথে বানিজ্যিক বৈঠকের আয়োজন করে চিন ও পাকিস্তান।

চিনা কোম্পানি গড়ে তোলার জন্য সমস্ত সুযোগ সুবিধা পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন ইমরান খান। তিনি আরো জানান, চিনের কৃষি এবং আরো অন্যান্য ব্যবসায়ীরা পাকিস্তানে ব্যবসা খুলতে পারেন। করোনা আবহে পাকিস্তান নিজেই আর্থিক সংকটে ভুগছে। অন্যান্য দেশ থেকে ঋণ নেওয়ার খবর প্রচার‌ও হয়েছে ইতিমধ্যে।

পাক সংবাদপত্র “ডন”-এর প্রকাশ করা রিপোর্টে জানা যায়, চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড, পাওয়ার কর্পোরেশন অফ চিন, চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন, চায়না গেজোবা গ্রুপ পাকিস্তান, চিন ৩ গর্জেজ সাউথ এশিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, চায়না মোবাইল পাকিস্তান লিমিটেড সহ আরো কয়েকটি সংস্থা এই বাণিজ্যিক বৈঠকে উপস্থিত ছিলেন।