বিজ্ঞানসর্বশেষ

ধূমপান মুক্তি দিতে পারে করোনা রোগ থেকে ! অবাক বিজ্ঞানীরা

লকডাউন হওয়ার পর আক্রান্তের হার কিছুটা কমলেও পুরোপুরি নির্মূল হয়ে যায়নি করোনা ভাইরাস। এর সংক্রমণ কিন্তু এর মধ্যেও খানিকটা আশার আলো দেখতে পাওয়া গেলো। বিজ্ঞানীরা কোন সংক্রমণ প্রতিহত করার জন্য বিভিন্ন প্রকারের ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করছেন। আবার কোথাও গবেষকরা নতুন ওষুধ আবিষ্কারের জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলেছেন। এরই মধ্যে উঠে এলো এক অবাক করা খবর।

ফ্রান্সের এক সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করলেন ধূমপান অর্থাৎ নিকোটিন নাকি মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে পারে। প্যারিসের একটি হসপিটালে গবেষকরা 343 জন আক্রান্ত রোগীকে পরীক্ষা করে দেখেছিলেন। আর এদের মধ্যে 139 জনের শরীরে মৃদু লক্ষণ রয়েছে। এবার গবেষক দল দাবি করছেন যে এদের মধ্যে মাত্র 5 পার্সেন্ট লোক ধূমপান করেছেন। এই গত মাসে ইংল্যান্ডের একটি জার্নালে প্রকাশিত হওয়া গবেষণাপত্র অনুযায়ী যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি হাজারে 12.6 শতাংশ লোক ধূমপান করেছিলেন। অর্থাৎ নিকোটিন গ্রহণ করেছিলেন। মূলত গবেষকদের বক্তব্য হচ্ছে নিকোটিন এই করোনা ভাইরাস মানব শরীরের কোষে প্রবেশ করতে বাধা দিতেও পারে। ফলে এই রোগটি মানব শরীরে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখবে।

এবার ফ্রান্সের স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে পরীক্ষামূলক ভাবে গবেষকেরা চিকিৎসা শুরু করে দিয়েছেন। এবার তারা প্যারিসের এক চিকিৎসালয়ে স্বাস্থ্যকর্মীদের ওপরে নিকোটিন প্যাচ প্রয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এই পরীক্ষার মাধ্যমে তারা দেখতে চান যে এই প্যাচগুলি হাসপাতালের কর্মীদের সংক্রমণ থেকে বাধা দিচ্ছে কিনা। মূলত এই গবেষণার রেজাল্ট এলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত রূপে কথা বলা যাবে। তবে গবেষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের পরীক্ষার উদ্দেশ্য মানুষকে ধূমপান করতে উৎসাহিত করার জন্য নয়। মূলত সিগারেট থেকে প্রাপ্ত নিকোটিন করোনা রোগের বিরুদ্ধে কতটা যুদ্ধ করতে পারে সে বিষয়ে এরা গবেষণা চালাবে।

হাই বন্ধুরা, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *