খবরদেশসর্বশেষ

সাইকেল নিয়ে বিনামূল্যে উঠে পড়তে পারবেন মেট্রোতে, জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমরা অনেক সময় দেখি সাইকেল নিয়ে যাত্রীদের উঠে পড়তে। তবে লোকাল ট্রেনে মাল বহন করার জন্য একটি সম্পূর্ণ আলাদা কামরা থাকে। তবে এবার যেকোনো কামরায় সাইকেল নিয়ে উঠতে পারবে যাত্রীরা। সম্প্রতি কোচি শহরে মেট্রো স্টেশনে পাওয়া যাবে এরকম বাড়তি সুবিধা। একটু দূরে রাস্তায় যেতে হলে এবারে পাওয়া যাবে মেট্রোরেল এর সুবিধা। (now you can ride Kochi metro rail with cycle in free of cost)

যদিও সবকটি স্টেশনে থাকছে না এই বাড়তি সুবিধা। আপাতত মাত্র ৬ টি স্টেশন থেকে সাইকেল নিয়ে যাত্রীরা উঠানামা করতে পারবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে কোচি মেট্রো রেল লিমিটেড। সাইকেল নিয়ে ওঠার আমার জন্য কোনো বাড়তি মূল্য লাগবে না তারা জানিয়েছেন। এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ দূরের রাস্তা সাইকেল নিয়ে অতিক্রম করবেন যাত্রীরা।

সাইকেলে যাতায়াত করলে পরিবেশ দূষণের মাত্রা অনেকাংশেই কমে যায়। এছাড়াও দীর্ঘ লকডাউন থাকার ফলে বাস এবং ট্রামে না উঠে মানুষ যাত্রা করছেন সাইকেলে। স্বাস্থ্য কথা ভেবে হোক অথবা পকেট বাঁচানোর জন্য, বেশিরভাগ মানুষ সাইকেলের দিকেই ঝুঁকছেন। তাই দীর্ঘ লকডাউন এরমধ্যে সাইকেলের ব্যবসা অনেকাংশে বেড়ে গেছে বলে জানিয়েছিলেন সাইকেল ব্যবসায়ী মালিকরা।

বিদেশে চিরকাল সাইকেলে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার প্রবণতা আগে থেকেই ছিল। কিন্তু আমাদের দেশেও সম্প্রতি মানুষের মধ্যে সাইকেল চালানোর প্রবণতা অনেকাংশে বেড়ে গেছে। তাই বিদেশের মতোই এই দেশেও আস্তে আস্তে সাইকেল নিয়ে দূর দেশে যেতে পারবেন মানুষেরা। সহজে সাইকেল নিয়ে উঠে পড়তে পারবেন মেট্রো স্টেশনে।

কোচি শহরের মেট্রো রেল কর্তৃপক্ষের এমন ঘোষণা করার পর বাড়তি উৎসাহ পাচ্ছেন সাইকেল প্রেমিকেরা। কোচি মেট্র রেল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আলোকেশ কুমার শর্মা জানিয়েছেন যে, মেট্রোরেলের ভেতরে সাইকেল আনার অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দেওয়ার ফলে অনেক দূরের রাস্তায় সাইকেল আরোহীরা যেতে পারবেন সহজেই। সুস্বাস্থ্য এবং মোটরযানের উপর গুরুত্ব দেবার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ নেবার পরে প্রতিদিনের যাত্রায় সাইকেল আরোহীর সংখ্যা বেড়ে যাবে বলেই মনে করছেন তারা।

now you can ride metro rail with cycle
সাইকেল নিয়ে বিনামূল্যে উঠে পড়তে পারবেন মেট্রোতে, জেনে নিন বিস্তারিত

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।