খবরভাইরালরাজ্যসর্বশেষ

সদ্যোজাতক শিশুকন্যাকে নিতে অস্বীকার বাবা-মায়ের, আগলে রাখলো রাস্তার কুকুর

শুরু হয়ে গেছে দেবীপক্ষ। আজ মহাপঞ্চমী। যেখানে বাঙ্গালীদের ঘরে ঘরে দেবী দুর্গাকে আরাধনা করা হবে, অন্যদিকে এখনো পর্যন্ত বহু মানুষ আছেন যারা কুসংস্কারের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারেনি। এখনো পর্যন্ত বহু মানুষ এমন আছেন যারা কন্যা সন্তান জন্ম নেওয়ার পর দুঃখ সামলাতে পারেন না। (Many people think that having a girl child is a curse)

গতকাল অর্থাৎ চতুর্থীর সন্ধ্যেবেলা যখন দুর্গাপুজোর শেষ প্রস্তুতি রয়েছে তুঙ্গে, ঠিক তখনই এমন একটি দৃশ্য দেখা গেল রাস্তায়, যা দেখে আপনি আপনার চোখের জল আটকাতে পারবেনা। এমন দিনে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল একটি সদ্যজাত শিশুকে। তাকে জীবন দিয়ে আগলে বসে রয়েছে কিছু কুকুর। (Parents refuses to take the newborn baby girl and street dog protects the child.)

সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবার পর ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যে নেটিজেন বাচ্চা ছবি সহ সমস্ত ঘটনাটি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন, তিনি ক্যাপশন লিখেছেন,”কাল সন্ধ্যেবেলা মাসির ফোন আসে। তিনি জানান,আমরা দেবীপক্ষে একটি রত্ন পেয়েছি, আমাদের ঘরে আগমন হয়েছে মা দুর্গার”। (The baby girl goes viral on social media)

এরপর সেই নেটিজেন আরও লিখেছেন,”রাতে যখন আমি মাসিকে ফোন করি সমস্ত ঘটনা টা জানার জন্য, তখন মাসি আমায় বলে যে, সন্ধ্যা বেলা যখন মাসি এবং দিদি বাজারে যাচ্ছিলেন, তখন গলির মোড়ে একটি কান্নার আওয়াজ পান। কিছুটা এগিয়ে যাবার পর হঠাৎ করে চোখে পড়ে সদ্যোজাত এই শিশুটিকে। আরো আশ্চর্যের ব্যাপার হলো, সদ্যোজাতক কে আগলে রেখেছিল বেশ কয়েকটি কুকুর।”

সূত্র মারফত জানা গেছে,বাচ্চা থেকে উদ্ধার করে আনার পর সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে সদ্যজাতের। চিকিৎসকেরা জানিয়েছেন যে, শিশুটির বয়স মাত্র একদিন। তাকে সুস্থ করে তুলে বারাসতের একটি হোমে পাঠিয়ে দেওয়া হবে।” (The baby is admitted to Sagar Dutta Medical College and Hospital)

নেটিজেন আরও জানিয়েছেন,”যদি কোন সহৃদয় মানুষ এই শিশুটির দায়িত্ব নিতে চান, তাহলে অবশ্যই হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে বাচ্চাটিকে দত্তক নিয়ে নিন।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।