৪০ এর দোরগোড়ায় বেবো। কেমন কাটালেন তিনি জন্মদিনের রাত ?
সুশান্তের মৃত্যুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ধরে সারা আলি খান এর নাম।এছাড়াও সুশান্তকে নিয়ে কারিনা কাপুরের ব্যঙ্গাত্মক মন্তব্য সকলের সামনে চলে আসার ফলে বিতর্ক সৃষ্টি হয়েছিল।সম্প্রতি আরও একবার জনগণের উদ্দেশ্যে কারিনা কাপুর বিতর্ক মন্তব্য রেখে বলেন যে,”আমি কাউকে সিনেমা দেখতে আসার কথা বলি না। যাদের ইচ্ছে হবে আসবে না ইচ্ছে হলে না আসবে”। বার বার এমন বিতর্কে জড়িয়ে যাবার মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন নবাব খান্দানের বৌমা। সাম্প্রতিক সংবাদ মাধ্যমে সামনে সাইফ আলি খান ঘোষণা করে জানান এই কথাটি।

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা অবস্থায় ৪০ বছরে পড়লেন কারিনা কাপুর খান। নিজের বাড়িতেই পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করলেন তিনি (365 Reporter Bangla Entertainment News : pregnant kareena celebrates her birthday)। মহামারীর জন্য এবার আর এলাহী ব্যবস্থা করেননি তারা।বাবা মা দিদি এবং স্বামীর সঙ্গে একেবারে ঘরোয়া পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান পালন করেছেন কারিনা কাপুর।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি ছবিতে দেখা গেল তার বাড়ির এই অনুষ্ঠানের কিছু ছবি। পেস্তা রঙের পোশাক পড়ে রবিবার রাতে কেক কাটেন কারিনা কাপুর। কারিনা কাপুরের জন্মদিনে রবিবার রাতে উপস্থিত হয়েছিলেন দুই পরিবার। প্রত্যেকের সামনে খুশি খুশি মুখে পরিবারের সদস্যের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় বেবোকে। তবে কারিনা কাপুরের জন্মদিনে দেখতে পাওয়া যায়নি ছোট্ট তৈমুর কে।
মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের দ্বিতীয় বার মা হওয়া নিয়ে কথা বলেন অভিনেত্রীর বাবা রানধির কাপুর।
তিনি বলেন যে,”ছেলে হোক অথবা মেয়ে, তাতে কিছু এসে যায় না। কারিনা যাতে সুস্থ সন্তানের জন্ম দিতে পারে, মা এবং সন্তান যাতে দুজনেই সুস্থ থাকেন সেই প্রার্থনা করছেন বাবা রণধীর কাপুর।