কলকাতাভাইরালসর্বশেষ

করোনা পরিস্থিতিতেও পুজো প্রস্তুতি নিয়ে ব্যস্ততা তুঙ্গে কুমোরটুলিতে , দেখুন ভিডিও

করোনা পরিস্থিতি ম্লান করতে পারেনি দুর্গাপুজোর জৌলুস। পুজোর প্রস্তুতিতে যেকোনো রকম ভাঁটা পড়েনি তা প্রমাণ করলো বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুজো কমিটির বৈঠক (365 Reporter Bangla Art and Culture News: so much crowd in Kumartuli durga Puja even in corona pandemic)। প্রতিবছরের মতো এবছরও দুর্গা পুজোর আগে কুমোরটুলিতে ফটোগ্রাফার বা ছবি শিকারীদের ভিড় চোখে পড়ার মতো। এই ব্যাপারে দেখুন হৈমন্তীর “Jumping Mind” ইউটিউব চ্যানেলের দুর্দান্ত ভিডিও।

করোনা সংক্রমনের সম্ভাবনা থাকলেও তাদের উন্মাদনায় ভাটা পড়েনি। কুমোরটুলির মৃৎশিল্পী ও বাসিন্দাদের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা বজায় রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কুমোরটুলি কর্তৃপক্ষের তরফ থেকে। কুমোরটুলির দুটি প্রবেশদ্বারে স্যানিটাইজানিং মেশিন বসানো হয়েছে। দর্শনার্থী এবং ফটোগ্রাফাররা স্যানিটাইজ হয়ে কুমোরটুলিতে ঢুকতে পারবেন। কুমোরটুলির এক বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বসানো হয়েছে ছয়টি জৈব শৌচাগার।

outstanding Durga Murti in kumartuli
কুমারটুলির অসাধারণ দুর্গা মূর্তি (ফটো ক্রেডিট: ইউটিউব)

কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতির সদস্য সুজিত পালের (Kumartuli Pottery Culture Society member Sujit Pal তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। মৃৎশিল্পীদের কোয়াটারে প্রায় ২০০ মূর্তি তৈরি সংস্থা রয়েছে। পুজোর এখনো একমাস বাকি। ইতিমধ্যে ভিড় বাড়তে শুরু করেছে। হাত ধোয়ার ব্যবস্থা প্রয়োজনীয় মনে করে সেই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

অন্যান্য বছরের তুলনায় এবার ৪০ শতাংশ কম প্রতিমার বায়না পেয়েছে কুমোর‌টুলি। এবার প্রতিমা শিল্পীরা যারা লকডাউনে বাড়ি ফিরেছিলেন। তারা এখনো পর্যন্ত কাজে ফিরতে পারেননি। তাসত্বেও পুজো প্রস্তুতি নিয়ে ব্যস্ত কুমোরটুলির অলিগলি।