হুরমুড়িয়ে সোনার দাম কমার পাশাপাশি কমছে রুপোর দামও
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছে না তাই গত সপ্তাহ থেকে ভারতীয় বাজারে চড় চড় করে কমতে থাকল সোনার দাম পাশাপাশি কমলো রুপোর দাম। গত কিছুদিনের মধ্যে এই নিয়ে সপ্তাহের দ্বিতীয় বার দাম কমলো সোনার। এই দিনে সোনার দাম যাচ্ছিল ৫০,৩৮৬ টাকা প্রতি ১০ গ্রামে (365 Reporter Bangla Business News : The price of gold is falling along with the price of silver)।
তার পাশাপাশি ২ শতাংশ সূচকে দাম কমার ফলে রুপোর দাম যাচ্ছিল ৬১,২৬৭ টাকা প্রতি কেজিতে (MCX index lowers down)।
গতবার সোনার দাম বৃদ্ধি পেয়েছিলো ৫০০ টাকা প্রতি ১০ গ্রামে এবং রুপোর দাম বৃদ্ধি পেয়েছিলো ১৯০০ টাকা প্রতি কেজিতে। কিন্তু এই সপ্তাহে সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৯,৫০০ টাকা প্রতি ১০ গ্রামে।

কোটাক সিকিউরিটিজ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ডলারের দর বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে ইতিমধ্যে সোনার আমদানি-রপ্তানির পরিমাণ কম করে দেওয়া হয়েছে। এই কারনের জন্য চলতি দিনে সোনার দাম হ্রাস পাচ্ছে এবং তার সাথে রুপোর দামও হ্রাস পাচ্ছে। এখন মার্কিন ডলারের দর হ্রাস পাওয়া বা সোনার দাম কমার কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না তবে ভবিষ্যতে বাজার চাঙ্গা হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জানা গেছে সোনার দর ওঠানামার কারন। এর সাথে যুক্ত আছে কোভিড। করোনা সংক্রমনের ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার সৃষ্টি হয়েছে (World economy collapses due to Covid-19)। তাই বিদেশের সঞ্চিত সম্পদ সোনার দাম কমছে না। ফলে ভারতের বাজারেও হ্রাস পাচ্ছে সোনার দামও। তবে পরবর্তীকালে এটি আবার সচল অবস্থায় ফিরে আসবে।