খবররাজ্যসর্বশেষ

এখনো কাটলো না দুর্গাপুরের জল সংকট

strong>Durgapur : দুর্গাপুরে লক গেটে যে ক্ষতি হয়েছিল তার মেরামত ইতিমধ্যে হয়ে গেছে বলে জানিয়েছিলেন প্রশাসন। এর ফলে পানীয়জল স্টোর করাও হয়ে গেছে, এছাড়াও ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রশাসন। কিন্তু কিছু এলাকায় দেখা যাচ্ছে অন্য রূপ। রাস্তা ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং অবরোধে বসেছেন জল না পাওয়ার কারণে। পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও অবরোধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। (Durgapur Barrage Lock gate is repaired but the water crisis in Durgapur is not over yet)

পানীয় জল ছাড়া একদণ্ড চলা সম্ভব নয়। বিগত বেশ কিছুদিন ধরে চলছে জলের সমস্যা, এলাকায় জল নেই। ইতিমধ্যে প্রশাসন জল সরবরাহ শুরু করে দিলেও বেশ কিছু এলাকা তা থেকে বঞ্চিত হয়েছে। সেই সকল এলাকাগুলিতে এখনো পানীয় জল সরবরাহ শুরু হয়নি ফলে এলাকাবাসীরা রাস্তায় বিক্ষোভে বসেছে। প্রশাসন কথা দেওয়া সত্ত্বেও কেন এখনো পর্যন্ত এলাকায় জল এলো না এই নিয়ে বিক্ষোভ।

অপরদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তাদের কথা মতন একাধিক এলাকায় জল সরবরাহ শুরু হয়ে গেছে এবং এলাকাবাসীরা পানীয় জল পেয়ে গেছেন কিন্তু কিছু কিছু এলাকায় বিশেষ কিছু কারণের জন্য জল পৌঁছানো যায়নি। যদিও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ওই দিনই বিকালের মধ্যে পৌঁছে যাবে এলাকায়।

বিধান নগর হাউজিংয়ের বাসিন্দারা রাস্তাজুড়ে অবরোধ করেছেন। তাদের মতামত অনুযায়ী জানা গেছে ৭ দিন পরে প্রশাসন যখন কথা দিয়েছিলেন যে জল সরবরাহ শুরু করা হবে তখন কেন এখনো পর্যন্ত এলাকায় পানীয় জল এলো না। দীর্ঘদিন ধরে জলের অভাবে এমনিতেই এলাকাবাসীদের কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে দেওয়া আশ্বাস থেকে মনে করা হচ্ছে যে সকল এলাকাগুলি এখনো জল পায়নি সেই সকল এলাকাগুলিতে খুব শীঘ্রই জল সরবরাহ করা সম্ভব হবে।

The water crisis in Durgapur is not over yet
এখনো কাটলো না দুর্গাপুরের জল সংকট (Credit : Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।