দেশভাইরালসর্বশেষ

দিল্লিতে ধৃত ISIS জঙ্গির বৌ তার স্বামীর হয়ে ক্ষমা চাইলেন

আপনারা অনেকেই হয়তো জানেন যে, দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে আইএসআইএস জঙ্গী আবু ইউসুফ (ISIS Terrorist Abu Yusuf Is Arrested From Delhi)। এরপরে তার বউ বলেছে,” আমি বারবার আমার স্বামীকে বলেছিলাম এরকম না করতে। এমনকি আমি আমার ছেলে মেয়েদের কথা বলে তাকে নিরস্ত করার চেষ্টা করেছি। বলেছিলাম যে এরকম করলে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু সে আমার কথায় কোন দিন কান দেয়নি। আর এবার তো সে আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলেছে। স্বীকার করেছেন নিজের কৃত সমস্ত অপরাধের কথা। আমি আমার স্বামীর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি।”

জানা গিয়েছে এই ধৃত জঙ্গির বউয়ের নাম আয়েশা (Ayesha, The Wife Of Abu Yusuf)। তিনি সংবাদমাধ্যমে বলেন,” আমার স্বামী টেলিগ্রাম এর মাধ্যমে কয়েকজন জঙ্গির সঙ্গে যোগাযোগ করত।” গত শনিবার এ পুলিশ তাদের বাসস্থান হতে দুটি জ্যাকেট, বারুদ এবং বিস্ফোরকের যন্ত্রপাতি উদ্ধার করেছে। আয়েশার কথা অনুসারে, সে অনেকবার তার স্বামীকে এই সমস্ত দুষ্কৃতী কার্যকলাপ করতে বন্ধ করতে বলেছে। আর এর ফলে যে তাদের মান-সম্মান ধূলায় সঙ্গে মিশে যাবে এ কথা হচ্ছে বুঝিয়েছে। কিন্তু তার স্বামী তার কথায় কান দেয়নি।

সে আরো বলেছে যে, ইউটিউবে উস্কানিমূলক ভিডিও দেখে যেত সে ক্রমাগত। আর সে বারবার বলছে তার স্বামীকে ক্ষমা করে দিতে। শুক্রবারে তার ইচ্ছা ছিল লখনৌ যাবে। তাই সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। আর সে সময় সে তার সাথে প্রেসার কুকার নিয়ে যায়।

আবু ইউসুফের স্ত্রী বলে,” টেলিগ্রামে অন্যান্য জঙ্গিদের সঙ্গে তার কথাবার্তা চলতো। ISIS এর নির্দেশ অনুসারে সে বোমা তৈরি করতো। ২০০৫ সালে সে টুরিস্ট ভিসা করে। আর এই ভিসার মাধ্যমে সে ৬ মাস থাকার জন্য দুবাই গিয়েছিল। এরপর দুবাই থেকে সে বাড়ি ফিরে আসে। তারপর কয়েকদিন যাবত হায়দ্রাবাদে কাটায়। এরপর ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সৌদি আরবে কাটিয়ে দেয়। আর ২০১১ সালে আমার সঙ্গে তার নিকাহ হয়।”

স্ত্রী আয়েশা বলে,” এরপর সে কাতারে গিয়েছিল। আর এটি ছিল ২০১৫ সাল। সেখানে মোট ১৫ দিন কাজ করে। এরপর সে উত্তরাখণ্ডে ফিরে আসে। সেখানে দুর্ঘটনার কবলে পড়ে স্বামী। এরপর সে একটি কসমেটিকসের দোকান খুলে নেয়। কিন্তু সে দোকানে একটুও সময় দিত না। শুধু অকাজ করে বেড়াতো। আর ইউটিউবে উল্টোপাল্টা ভিডিও দেখতো। ইউটিউবে যে জঙ্গি কার্যকলাপের জিনিসপত্র দেখতো ক্রমাগত। আর এই ভাবেই তার মাথায় জঙ্গি হওয়ার চিন্তাভাবনা ভর করে।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।