খবরবিনোদনরাজনীতিসর্বশেষ

“মদন দা হলেন বাংলার ক্রাশ,” – অভিনেত্রী সায়নী ঘোষ – Saayoni Ghosh on TMC leader Madan Mitra

West Bengal Election 2021 : সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনাকে নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে তাদের মন্তব্যকে ঘিরে। সায়নী ঘোষের হিন্দু ধর্মবিরোধী একটি পোস্টকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে একটি সাক্ষাৎকারে ধর্ম বিরোধী কিছু কথা বলার জন্য অভিনেত্রী দেবলিনাকেও বিতর্কের মুখে পড়তে হয়। (Tollywood and Politics : TMC leader Madan Mitra is the bong crush comments Saayoni Ghosh)

সুতরাং বোঝাই যাচ্ছে এই দুই অভিনেত্রীকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট চর্চা চলছে। জানা গেছে বিজেপির পক্ষ থেকে সায়নী ঘোষকে হুমকিও দেওয়া হয়েছে এবং এই হুমকির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে। এইরকম একটি সময়ে আবার সায়নী ঘোষ এর একটি মন্তব্য ঘিরে পড়ে গেল হইচই।

বাংলার প্রাক্তন মন্ত্রী মদন মিত্র যাকে সায়নী বাংলার ক্রাশ বলে চিহ্নিত করলেন এবং তারপরেই এই মন্তব্যকে ঘিরে যথেষ্ট হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এই মঞ্চে সায়নী ঘোষ এবং মদন মিত্র এক সঙ্গেই ছিলেন ।

সেটি রাজনৈতিক মঞ্চ ছিলনা। মঞ্চে দাঁড়িয়ে যখন সায়নী তার বক্তব্য রাখবে সেই সময় এই মদনদাকে তিনি বললেন বাংলার ক্রাশ। সেই সঙ্গে তিনি বললেন মদন দা একজন বড় মাপের লিডার। সায়নী বলেন যে, রাজ্যে নিরাপত্তার দিক থেকে নারীরা সুরক্ষিত । এই বিষয়ে তার কিছুই বলার নেই। তার মতে পুরো দেশের মধ্যে বাংলায় নারীদের নিরাপত্তা সবথেকে বেশি।

মদন মিত্র মঞ্চে দাঁড়িয়ে সায়নীর পাশে থেকে বললেন যে বাংলার সব মানুষেরাই সায়নীর পাশে রয়েছে, তার লক্ষ্যর দিকে যেন এগিয়ে যেতে পারে এই কামনাই রইল সকলের তরফ থেকে। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে সায়নী ঘোষকে তৃণমূল দলের সঙ্গে বেশ ওঠা বসা করতে।

তাই স্বাভাবিকভাবেই একটা জল্পনা তৈরি হয়েছে যে সায়নী ঘোষ হয়তো তৃণমূলে যোগদান করতে পারে। সম্প্রতি কিছুদিন আগেই দীপঙ্কর দে, কৌশানি, সৌরভ দাস অনেকেই তৃণমূলে যোগদান করেছে।