খবরজীবনযাত্রাসর্বশেষ

দোলের সময় ত্বকের সুরক্ষার জন্য দেওয়া হলো কিছু বাড়তি টিপস – Skin Tips Bangla

আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে আমাদের সকলের প্রিয় দোলযাত্রা। ন্যাড়াপোড়া থেকে হোলি, আনন্দে মেতে থাকবে আপামর বাঙালি। তবে শুধু বাঙালি বললে ভুল বলা হবে, বাঙালিদের পাশাপাশি এই আনন্দ ছড়িয়ে থাকে গোটা দেশে। (365 Reporter Bangla Skin Tips : To protect your skin follow these tips during playing holi)

তবে দোল খেলতে যাবার আগে আমাদের যেটা সবার আগে মাথায় রাখতে হবে তাহল আমাদের ত্বকের যত্ন আমরা কিভাবে নেব। আগে থেকে যদি আমরা ত্বকের যত্ন না নিতে পারি তাহলে রং খেলার পর আমাদের শরীরে এবং মুখের সমূহ ক্ষতি হয়ে যেতে পারে।

তাই দোল খেলতে যাবার আগে অবশ্যই মুখে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সানস্ক্রিনের জায়গায় আপনি লাগাতে পারেন তিলের তেল এবং নারকোল তেল একসঙ্গে। তিলের তেল সানস্ক্রিন হিসেবে খুব ভালো কাজ করে। যে সমস্ত জায়গায় জামা দিয়ে ঢাকা থাকবে না সেই সমস্ত জায়গায় তিলের তেল লাগিয়ে নিতে পারেন আপনি।

দোল খেলতে যাওয়ার আগে মুখের পাশাপাশি যত্ন নিতে হবে ঠোঁটের। মোটা করে লিপবাম ভালো করে লাগিয়ে নিতে হবে দোল খেলতে যাবার আগে।খেলা হয়ে যাবার পর হাতের সামান্য নারকেল তেল ঘষে নিতে হবে, জোরে একেবারেই ঘষবেন না।জোরে ঘষা ঘষি করলে ত্বক নষ্ট হয়ে যেতে পারে।

দোল খেলা শেষ হয়ে যাবার পর কোন পাতলা সুতির কাপড় নিয়ে সামান্য নারকেল তেল দিয়ে আকাশের রং তুলে ফেলবেন। এরপর ফেস ওয়াশের সাহায্যে হাতে এবং মুখে যেখানে রং লাগানো রয়েছে, সেগুলি আস্তে আস্তে পরিষ্কার করে নিন। (dol khela somoy talk val rakhar gopon upay tips)

দোল খেলার পর খেয়াল করবেন অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। অনেকক্ষণ রোদ্রে দৌড়াদৌড়ি করার ফলে এই রকম ঘটনা ঘটতে পারে। তাই খেলার আগে এবং খেলার মাঝে মাঝে খেতে হবে ডাবের জল অথবা ফলের রস। তবে কোল্ড ড্রিংকস পান করতে যাবেন না একেবারেই। কোলড্রিংস পান করলে স্ক্রীন আরো বেশি ডিহাইড্রেড হয়ে যাবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যাবে অনেক বেশি।

রং খেলার সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে চোখের দিকে।যারা চশমা পড়েন না তারা অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন দোল খেলার সময়।হাত ভালো করে পরিষ্কার করে নিয়ে তবেই চোখে জল ঝাপটা দেবেন। চোখের মধ্যে যদি কোনভাবে আবির ঢুকে যায় তাহলে খুব সাবধানে তা পরিষ্কার করে ফেলবেন জল ঝাপটার সাহায্যে। যতটা সম্ভব ফুল হাতা, ফুল পাজামা ওয়ালা জামা কাপড় পড়ার চেষ্টা করবেন। ঢাকা জামা কাপড় পরলে গায়ের রং লাগা সম্ভাবনা অনেকটাই কমে যায়।

to protect your skin follow these tips during playing holi
দোলের সময় ত্বকের সুরক্ষার জন্য দেওয়া হলো কিছু বাড়তি টিপস – Skin Tips Bangla