খবররাজ্যসর্বশেষ

ভোটার কার্ড ছাড়াই নির্বাচন কমিশনের এই নিয়মে ভোট দিতে পারবেন

আর মাত্র হাতে একটা দিন, তার পরেই শুরু হতে চলেছে ২০২১ সালের বিধানসভা ভোটের প্রথম দফা। তার আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এলো নতুন কিছু নিয়ম। ভোট শুরুর আগে পর্যন্ত সকল প্রচার সভা গুলি শেষ হয়ে গেছে। গত কিছু মাস ধরে ভোটের যেভাবে প্রচার হচ্ছিল তার সময়সীমা এখন থমকে গেছে, শুরু হতে চলেছে সেই বিধানসভা ভোটের খেলা। (West Bengal Assembly Election 2021 News : How to vote without voter card)

২ রা মে হবে এই খেলার ফল ঘোষণা। সুতরাং এই রকম একটি সময়ে ভোট শুরু হওয়ার আগেই নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত নিয়মকানুন গুলি করা হয়েছে তার মধ্যে প্রধান একটি বিষয় হল আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড। এই বছরের ভোট দেওয়ার সময় জরুরি নয় এই কার্ড।খবর সূত্রে জানা গেছে যে কারোর কাছে ভোটার কার্ড না থাকে তবে এসে ভোট দিতে পারবে। ভোটার কার্ড এর পরিবর্তে আধার কার্ড ব্যবহার করতে পারবে অথবা প্যান কার্ড চাইলে কেউ পাসবুক এবং ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবে।

যদি কারো কাছে স্মার্ট কার্ড থাকে অথবা পেনশনের সঙ্গে যুক্ত কোন কাগজপত্র থাকে তাহলে সে ভোট দিতে পারবে। বিশেষ কথা হলো প্রত্যেকের কাছেই যদি কোন রকম একটি সরকারি কাগজ বা সঠিক পরিচয় পত্র থাকে তাহলে সে এই ভোট দিতে পারবে। শুধুমাত্র ভোটার কার্ড না থাকার কারণে অনেকেই ভোট দিতে পারেন না সুতরাং এইবারে এই রকম পরিস্থিতির সৃষ্টি হবে না, কারোর কাছে সরকারি যে কোন ডকুমেন্ট থাকলে সে ভোট দিতে পারবে।

করোনার জন্য এই বছরের ভোটের ব্যাপারে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জানানো হয়েছে যে, ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পড়বে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে সব ভোটার কেন্দ্রে দেহের তাপমাত্রা মাপার জন্য যন্ত্র থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেওয়ার কথা বলা হয়েছে সকলকে।

west bengal assembly election 2021 how to vote without voter card
ভোটার কার্ড ছাড়াই নির্বাচন কমিশনের এই নিয়মে ভোট দিতে পারবেন