খবররাজ্যসর্বশেষ

হুগলি জেলার শ্রীরামপুর অঞ্চলে অনুষ্ঠিত বিয়েবাড়িতে ডিজে বাজানো নিয়ে রণক্ষেত্র

Hooghly : চারিদিকে এমনি করোনা পরিস্থিতির জন্য মানুষের জীবন তছনছ হয়ে গেছে, উৎসব অনুষ্ঠান সমস্ত কিছুই যেন থেমে গিয়েছে। তবে পরিস্থিতি কিছুটা সময়ের সাথে সাথে স্বাভাবিক হলে মানুষ নিজের ছন্দে ফিরে আসছে। চলতি বছরে করোনা পরিস্থিতির জন্য পূজো পার্বণ কিছুই স্বাভাবিকভাবে না হলেও জনসাধারণের কথা ভেবে হাইকোর্ট কিছু নিয়ম-নীতি মেনে পুজো করার অনুমতি দিয়েছিলেন। (War like situation happens in Serampore Hooghly as the public wants to play DJ on a marriage)

করোনা পরিস্থিতির সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে পুজো, বিয়ে সমস্ত কিছুই জাঁকজমকহীন ভাবে করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। তবে কোথাও কোথাও এই জাঁকজমক হীন ব্যবস্থা টাকে অনেকেই মেনে নিতে পারছেন না, তারা কিছুতেই বুঝতে পারছে না যে, সময়টার কতখানি গুরুত্ব এবং এই সময়টাকে আমাদের কতটা বুঝে শুনে পেড়িয়ে যেতে হবে।

মানুষের অবচেতনার জন্য সব সময় কিছু না কিছু ঘটনা ঘটে থাকে যার ফলে এক অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়। এরকমই একটি ঘটনাকে ঘিরে উত্তেজিত হলো হুগলি শ্রীরামপুর অঞ্চল।

বিয়ে বাড়িতে ডিজে বাজানো হয় এবং সেই ডিজে বাজানোতে সেখানকার স্থানীয় পুলিশ আপত্তি জানালে পুলিশ এবং সেখানকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয় গন্ডগোল।

ডিজে বাজানো বন্ধ করার কথা বললে পুলিশের ওপর সেখানকার বাসিন্দারা হামলা করে, এবং যার ফলে রণক্ষেত্রে চেহারা নেয় বিয়ে বাড়ি সংলগ্ন অঞ্চল।

war like situation happens in Serampore Hooghly as the public wants to play DJ on a marriage
হুগলি জেলার শ্রীরামপুর অঞ্চলে অনুষ্ঠিত বিয়েবাড়িতে ডিজে বাজানো নিয়ে রণক্ষেত্র (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।