খবরজীবনযাত্রাসর্বশেষ

জেনে নিন, ডিমের খোসা থেকে কি কি উপকার পেতে পারেন আপনি

ডিম ফাটানোর পর ডিমের খোসা টা কি করেন? অবশ্যই ফেলে দিই, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ,সেটা স্বাভাবিক হলেও এই ডিমের খোসার মধ্যে কি কি গুন লুকিয়ে রয়েছে, তা যদি একবার জানতে পারতেন, তাহলে হয়তো এই ভুলটা কখনো করতেন না। তা কি কি গুন লুকিয়ে রয়েছে ডিমের খোলার মধ্যে? আসুন জেনে নিন (365 Reporter Bangla Lifestyle Tips : Benefits of egg shells- dim er khosar upokarita)।

১.ডিমের খোসা খুবই কার্যকরী একটি জিনিস। রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থালির নানা কাজে ডিমের খোসা ব্যবহার করা হয়। বিভিন্ন রূপ চর্চার টোটকা হিসেবেও কিন্তু কাজে লাগে ডিমের খোসা। এই ধরুন কফির স্বাদ আপনার মুখে তেতো লাগছে, চট করে সেখানে একটু ডিমের খোসা গুড়ো করে মিশিয়ে নিন, তারপর খেয়ে দেখুন তো, চোখের নিমেষে সমস্ত তেতো ভাব চলে গেছে। (rupchorcha te dimer khosha)

২.ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা যদি ভাল করে ঘুরিয়ে নিয়ে মিশিয়ে নেওয়া যায়, তাহলে খুব ভালো হয়, কারণ এই মিশ্রণটি আপনার ত্বকের জন্য খুব উপকারী হতে চলেছে। এই মিশ্রণটি ১৫ মিনিট আপনার মুখে লাগিয়ে রাখবেন। তারপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে যদি দুবার এই মিশ্রণটি আপনার ত্বকে লাগাতে পারেন, তাহলে নিশ্চিত ভাবে মাসখানেকের মাথায় আপনি একটি সুন্দর উজ্জ্বল ত্বক উপহার পাবেন। (Use egg shells and white portions of egg to get a bright and beautiful skin)

৩.বাগানে গাছ লাগানোর খুব ইচ্ছা, কিন্তু গাছে পোকার উপদ্রব খুব। তাহলে উপায়? পোকার জ্বালায় কি আর গাছ লাগাবেন না? তা কি করে হয়? তার থেকে বরং একটা কাজ করুন।গাছের গোড়ায় ডিমের খোসা গুড়ো করে ছড়িয়ে দিন। নিশ্চিত করে বলতে পারি, আপনার গাছে পোকা ধরবে না। ডিমের খোসায় ক্যালসিয়াম থাকে, যা আপনার গাছের স্বাস্থ্য ভালো রাখতে পারবে। (Egg shells to remove insects from plants)

৪.এছাড়া বাসন মাজার কাজে কিন্তু ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা ব্যবহার করলে বাসন থেকে পুড়ে যাওয়া এবং তেল দাগ তুলতে পারবেন খুব সহজে। (Egg shells to clean utensils)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।