বাড়িতে টবেই হয় পুদিনা চাষ, কিভাবে জেনে নিন
পুদিনা পাতার বিশেষ গুণসম্পন্ন। এর মধ্যে রয়েছে বিভিন্ন উপকারী উপাদান। ত্বকের পরিচর্যা থেকে শরীর সুস্থ রাখায় পুদিনাপাতার বিশেষ কার্যকরী এবং এর জুড়ি মেলা ভার। কিন্তু বাজারে পুদিনাপাতা বেশ চড়া দামে পাওয়া যায়। তাই সেই সমস্যা থেকে বাঁচতে আপনি অনায়াসেই বাড়িতে ছাদে কিংবা বারান্দায় অল্প জায়গায় টবেই চাষ করতে পারেন পুদিনা। পদ্ধতি জেনে নিন (365 Reporter Bangla Lifestyle And Gardening Tips : How to farm mint leaves in your home in a tub)।
★ বছরের যেকোনো সময় পুদিনা পাতা চাষ হয়। তাই আপনি যেকোন সময়ে গাছ লাগাতে পারেন।
★ বর্ষার আগে বা পরে গাছ লাগালে গাছের ফলন ভালো হয়।
★ পুদিনা গাছ যে কোন মাটিতে ভালো হয়। তবে ঝুরঝুরে মাটির সঙ্গে সামান্য গোবর সার মিশিয়ে গাছ লাগালে গাছের ফলন ভালো হয়।
★ প্রথমেই দশ ইঞ্চির ছড়ানো একটি টবে উপযুক্ত মাটি ভর্তি করে নিতে হবে। আপনি চাইলে বোতলেও পুদিনা গাছ লাগাতে পারেন। সেক্ষেত্রে বোতল মাঝখান থেকে কেটে নিয়ে সেখানে মাটি ভরে গাছ লাগাতে হবে।
★ বাজার থেকে কেনা পুদিনা পাতার পাতাগুলি কাজে লাগিয়ে গাছের শিকড় সমেত ডাল পুঁতে দিতে পারেন অথবা কোন নার্সারি থেকে চারা গাছ কিনে আনতে নিয়ে এসে লাগাতে পারেন।
★ পুদিনা গাছের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনভাবেই তবে যেন টবে জল না জমে।
★ মাঝে মাঝে গাছের গোড়ার মাটি খুঁড়ে দিতে হবে যাতে শিকড় পর্যন্ত বাতাস চলাচল করে।
★ টবের অপ্রয়োজনীয় আগাছা পরিষ্কার রাখতে হবে।
★ পুদিনা গাছের ক্ষেত্রে বেশি যত্ন প্রয়োজন হয় না। দু-তিনদিন অন্তর অন্তর স্প্রে করে জল দিতে হবে।
★ রোদ পড়ে এমন জায়গায় পুদিনা গাছ লাগাতে হবে।
গাছ বড়ো হওয়ার পর সারাবছর আপনি ওই গাছ থেকে পাতা তুলে প্রয়োজন মত ব্যবহার করতে পারেন (kivabe barite pudina pata chas korben)।