লাভ ইউ জিন্দেগি গানে নৃত্য করে সবাইকে পাগল করলেন ভাগ্যশ্রী শার্লি মোদক
শার্লি মোদক এখন সব থেকে চর্চিত মুখ এখন। যিনি এখন ঘরে ঘরে পরিচিত যদিও ভাগ্যলক্ষী সিরিয়ালের সুবাদে। সবাই তাকে ভাগ্যশ্রী বলেই চেনে। বোধির স্ত্রী বলেই চেনে এখন মা কাকিমারা। (Star Jalsha Bangla Serial ‘Bhaggolokkhi’ News : Bhagyashree Sharly Modak dances on Love you Zindagi and it skips a heartbeat of fans)
তবে সিরিয়ালের ভাগ্যশ্রী আর রিয়েল লাইফের শারলির কোনো মিল নেই। সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। সিরিয়ালের ভাগ্যশ্রী একদম এক মিষ্টি মেয়ে। যে খুবই মিশুকে ও এডজাস্টমেন্ট পাওয়ার সাংঘাতিক । একসাথে সবাইকে মানিয়ে চলতে পারে।
যা আজকাল মেয়েদের মধ্যে অমিল। এই গুনের মেয়ে পেতে ভাগ্য করতে লাগে। এই রকম মেয়ে সবার ই কাম্য। পরিবারের সবার কেয়ার করে খেয়াল রাখে।নিজের চাওয়া পাওয়া গুলো কে ভুলে সবার চাওয়া পাওয়া গুলোকে প্রাধান্য দেওয়া এগুলো তে অনেক বড় মনের পরিচয় পাওয়া যায়।
কিন্তু সে তো গেল ভাগ্যশ্রীর কথা। এখন যার সম্পর্কে আলোচনা করব সে শার্লি মোদক এর। যে খুবই প্রানোচ্ছ্বল, হাসি খুশি। তার বিষয় যে ভিডিও টি এখন সোশাল মিডিয়াতে চর্চিত হচ্ছে সেটিতে তার সকল ফ্রেন্ডসকে ও ফ্যানদের নিউ ইয়ার জানিয়েছেন।
গানটিও প্রত্যেকের খুবই পছন্দের একটি গান। “লাভ ইউ জিন্দেগী” একটি শর্ট টপ আর জিন্স । আর তার সাথে প্রান খুলে ডান্স করছেন শার্লি। দেখে মনটাই আরো ভালো হয়ে যায়। তিনি তার ইনস্টাগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন রকম ছবি শেয়ার করেন।তার পরিবারের সাথে ছবি পোস্ট করেন।

কখন মায়ের সাথে ছবি পোস্ট করেন কখনো বোনের সাথে। আর সব থেকে হাইলাইটেড যে ফটো নিয়ে সেটা হল সোশাল মিডিয়ায় তার সাথে তার বয়ফ্রেন্ড এর ফটো। তার বয়ফ্রেন্ডের নাম মৃত্যুজ্ঞয়। তার সাথে বহু ছবি তিনি তার প্রোফাইল এ দিয়েছেন।
পেশায় শার্লি মডেলিং করেন। বিভিন্ন রকম ফটো শুট করেন। তার গ্ল্যামার নিয়ে কোনো কথা হবে না। বয়স ও অল্প – মাত্র ২২ বছর। মডেলিং জগত থেকে তার অভিনয় জগতে প্রবেশ চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের মাধ্যমে। আর এখন তিনি ভাগ্যলক্ষী সিরিয়ালে ব্যস্ত।