লকডাউনে বেকারত্বের অবসাদ মেটাতে মাদকের ব্যবসা মহিলার
করোনা পরিস্থিতিতে দেশের শিল্পের চূড়ান্তভাবে অবনতি ঘটেছে। অর্থনীতির দিক থেকেও ভারতের শিরদাঁড়া ভেঙে পড়েছে যথেষ্ট। দিনের পর দিন হাজারো কোম্পানীগুলির চলছে কর্মী ছাঁটাইয়ের কাজ। এর ফলে বেকারত্বের হার আকাশ ছুঁই ছুঁই করছে।
বেকারত্বের যে কী জ্বালা সেটি একমাত্র একজন বেকার -ই বোঝে। অনেকে সংসার চালানোর জন্য বাধ্য হয়ে বিভিন্ন ছোট খাটো জীবিকার উপর নির্ভর করছেন।
করোনা পরিস্থিতিতে চাকরি চলে গেছে। সংসার চালাতে পারছেনা তাই বলে মাদকদ্রব্য পাচার করে জীবিকা নির্বাহ ! হ্যাঁ এমনটি ঘটেছে ভোপালে। চাকরি চলে যাওয়ায় মাদকদ্রব্য পাচার এর মত আইনত দণ্ডনীয় অপরাধ মূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়েন এক মহিলা। অবশেষে তাকে গ্রেফতার করল ভোপাল পুলিশ (Bhopal Police arrests a women for drug trafficking for job loss)।

ভোপাল পুলিশ জানিয়েছেন এই মহিলা এবং তার এক সহকর্মী উত্তর প্রদেশ থেকে ভোপালে ট্রেনে করে লুকিয়ে মাদকদ্রব্য নিয়ে আসতো। শাহপুরা পুলিশ (Shahpura Police, Bhopal) সেই খবর গোপন সূত্র থেকে পেয়ে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। ধৃত ওই মহিলা এবং তার সহকর্মী এক যুবকের কাছ থেকে মোট ১ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়।
মহিলাটিকে গ্রেপ্তার করার পর জেরা করায় তিনি জানান করোনার জন্য লকডাউন পরিস্থিতিতে তার চাকরি চলে গেছে। তিনি একটি শপিং মলে কাজ করতেন। চাকরি চলে যাওয়ার পর কোনরকম ভাবে কাটছিল তাদের সংসার অবশেষে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিলো কোনভাবেই সংসার চালানো যাচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে মাদকদ্রব্য পাচার এর মতন কাজের সাথে যুক্ত হয়ে যায়।
স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নেই ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তারপরেই তার সাথে পরিচয় হয় তার সাথে গ্রেপ্তার হওয়া ওই যুবকের। পুলিশ জানিয়েছেন ওই মহিলা ট্রেনের একটি বগিতে গাজা লুকিয়ে রেখে অন্য বগিতে গিয়ে বসে থাকতো এর ফলে পুলিশ যদিওবা গাঁজা উদ্ধার করত কিন্তু অভিযুক্তকে খুঁজে পেত না। এইরকম বুদ্ধি খাটিয়ে দিনের পর দিন চলছিল গাঁজা পাচার। অবশেষে খোঁজ পাওয়া যায় স্টেশন থেকে একজন মহিলা এবং যুবক বাইকে করে গাজা আনতে চলেছে ফলে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই ধৃত দুই জনকে।