কলকাতাখবরসর্বশেষ

Fire News : ফের কলকাতার বুকে আগুন। মৃত্যু হল এক বৃদ্ধার।

Kalighat : এমনি চারিদিকে করোনা পরিস্থিতির হালে মানুষের জীবন যায় যায় অবস্থা, তার ওপর দিনের পর দিন যেন মনে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বেড়েই চলেছে। মাঝে মাঝে শোনা যায় কলকাতার বুকে অগ্নিকাণ্ডের কথা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল তোপসিয়া অঞ্চলে অগ্নিকাণ্ডের কথা কিন্তু যেখানে অনেক ঝুপড়ি পুড়ে থাকলেও কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু এইবার এর ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক বৃদ্ধার। (Fire News from Patuapara, Kalighat : 1 old woman dead due to massive fire in kolkata)

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কালীঘাট রোডে পটুয়াপাড়া এক বস্তিতে। বৃহস্পতিবার সকালে সেখানে তৈরি হলো এক চাঞ্চল্যকর পরিস্থিতি। ভোর চারটে নাগাদ এই বসিতে এক ভয়াবহ আগুন লাগে। হঠাৎই বৃহস্পতিবার ভোর চারটের সময় একটি বাড়ীতে লেগে যায় ভয়াবহ আগুন। (Huge fire breakout in Patuapara Slum, Kalighat Road, Kolkata, West Bengal at 4 am morning)

এই আগুন ঘটনাস্থলেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপরই ডাকা হয় দমকল বাহিনীকে ডাকা হয়। প্রথমে দুইজন দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় পরে আরো দুইটি দমকল ইঞ্জিন ডাকা হয়।

প্রায় দুই ঘন্টা ধরে চলে সেই ভয়াবহ আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ। অবশেষে চারটে দমকল ইঞ্জিন এর সহায়তায় আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশেপাশের ঘিঞ্জি এলাকাগুলি এই আগুনের হাত থেকে বেঁচে যায়।

তবে ঘটনাস্থলে একজন প্রাণ হারায় ৬৫ বছরের বৃদ্ধা এবং তাকে বাঁচাতে গিয়ে জখম হন তার ভাইপো, তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম-এ।

এখনো পর্যন্ত জানা যায় নি যে, আগুন লাগার আসল কারণ। তবে যে ঘরে আগুন লেগেছিল সেই ঘর থেকে দুটি সিলেন্ডার পাওয়া গেছে এবং প্রচুর জিনিস পাওয়া গেছে যেগুলিতে সহজেই আগুন ধরে যেতে পারে।

তবে যে বস্তিতে আগুন লাগে, সেই বস্তি দিয়ে দমকল বাহিনীর প্রবেশ করতে বিশাল কষ্ট হয় বলে দমকল বাহিনী জানান।

1 old woman dead due to massive fire in kolkata
Fire News : ফের কলকাতার বুকে আগুন। মৃত্যু হল এক বৃদ্ধার। (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।