অপরাধখবরদেশসর্বশেষ

নকল প্রোফাইল খুলে এক শিক্ষিকার নামে হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে

সোশ্যাল মিডিয়ার আমাদের জীবনে একটা এমন জায়গা করে নিয়েছে সেই জায়গাটা থেকে হয়ত কোনদিনই আমরা বেরোতে পারবোনা। সোশ্যাল মিডিয়ার একদিকে যেমন খুব ভালো দিক আছে তেমনি এটার অপব্যবহার করে অনেকে রয়েছে কিছু নিয়ম-নীতি যেগুলো মেনে যদি আমরা সকলে চলি তাহলে হয়তো কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না। (Cyber Crime News in Uttar Pradesh : A student in Uttar Pradesh opens a fake Facebook account and harasses his madam)

কিন্তু অনেক সময় আমরা নিজেরা সমস্যা তৈরী না করলেও এমন এমন কিছু মানুষ থাকে যারা আমাদের জন্য সমস্যা তৈরী করে দেয়। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাটি হল উত্তরপ্রদেশে। ওই যুবক একজন শিক্ষিকা নামে নকল একটি প্রোফাইল খোলে এবং সেখানে পেশার জায়গাতে লিখেন “এসকর্ট সার্ভিস”।

এরপর থেকেই ওই মহিলার নাম্বারে আসতে থাকে ফোন এবং এরপর উনি পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তে পুলিশ এবং মঙ্গলবার দিন সেই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ তদন্তে নামার পর জানতে পারে ওই অভিযুক্ত যুবক একাদশ শ্রেণীতে পরে। অন্য একজন যুবককে কাজে লাগিয়ে সে তার শিক্ষিকার নামে একটি নকল ফেসবুক প্রোফাইল খোলে।

দুইজনকেই পুলিশ গ্রেপ্তার করে। আগ্রায় ক্রাইম অফিসার এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত কাজ শুধুমাত্র ওই শিক্ষিকাকে যাতে হেনস্থা হতে হয় সেই জন্যেই করা হয়েছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে শিক্ষিকা ৩৫ বছরের এবং ওনাকে হেনস্তার জন্য এই ধরনের একটি কাজ করা হয়েছে তবে কি কারণে এ ধরনের একটি কাজ করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ওই অভিযুক্ত যুবক ওই শিক্ষিকার কাছে অংক শিখত। খবর সূত্রে জানা গেছে যে, আগের মাসে ছেলেটির ব্যবহারে শিক্ষিকা অসন্তুষ্ট হয়েছিল তার জন্য তাকে পড়তে আসতে বারণ করে দিয়েছিল এবং এরপর থেকেই ওই শিক্ষিকাকে হেনস্তা করার জন্য তার নাম্বারে ফোন আসতে থাকে এবং অশ্লীল কথা বলা হয়।

A student in Uttar Pradesh opens a fake Facebook account and harasses his madam
নকল প্রোফাইল খুলে এক শিক্ষিকার নামে হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে

হোয়াটসঅ্যাপের ছবি নিয়ে ওই নকল ফেসবুক প্রোফাইলে লাগানো হয় এবং পেশা হিসাবে লেখা হয় “এসকট সার্ভিস”। কয়েকটি ফোন কল আসার পরেই পুলিশের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষিকা এবং তারপরেই তদন্তে নামে পুলিশ। (The student takes A Whatsapp image of his madam and makes it as the profile picture of Facebook and sets escort service as her occupation)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।