বিনোদনভাইরালসর্বশেষ

“নগ্নতার বিনিময়ে হাউসফুল অভিনয়ের সুযোগ”- অভিযোগ নায়িকার

আমরা ক্রমাগত দেখে এসেছি মাঝে মাঝে অভিনেত্রীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া দুর্ব্যবহারের কথা লোকের সামনে ফাঁস করে দেন। আর এই ব্যাপারে ২০১৮ সালে অভিনেত্রী তনুশ্রী দত্ত মি টু আন্দোলন শুরু করেছিলেন। তার অভিযোগ ছিল নানা পাটেকরের বিরুদ্ধে। আর এই অভিনেত্রীকে রুখে দাঁড়াতে দেখে আরও অনেকে এই ব্যাপারটি নিয়ে তাদের সঙ্গে ঘটে যাওয়া অশোভন ব্যবহারের অভিযোগ করেন। এবার নতুন করে আর এক মডেল তার সঙ্গে ঘটে যাওয়া অশালীন আচরণের কথা সবার সামনে বলে দিলেন।

এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে। তার অভিযোগ পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন যে, হাউসফুল সিনেমাতে এক্টিং করার চান্স দেবার অজুহাত দেখিয়ে পরিচালক তার সঙ্গে অশালীন আচরণ করেন (According to actress Paulaa, director Sajid Khan performs inappropriate behaviour with her as giving a chance in Housefull)। যখন তিনি সাজিদ খানের চমকে গিয়েছিলেন তখন তার বয়স 17 বছর।

সাজিদ খান তার অসম্মতিতে তার শরীরে স্পর্শ করেছিলেন। তাছাড়া তার সঙ্গে অশালীন আচরণ শুরু করে দেন। আর এই ব্যাপারটা তাকে ভীষণ কষ্ট দিয়েছিল। আর মনের দিক থেকে তিনি ভীষণ ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন।

এই অভিনেত্রী আরো জানালেন যে, অভিনয়ে চান্স দেবার নাম করে এরকম নাকি আরো অনেক মেয়েদের সঙ্গে এরকম বাজে ব্যবহার করেছেন। আর সেই লিস্ট নাকি এই অভিনেত্রীর ধারণার বাইরে। পরিচালক নাকি এই অভিনেত্রীকে বলেছিলেন যে, হাউসফুলে অভিনয়ের সুযোগ পেতে গেলে তাকে নগ্ন হতে হবে।

জানা গিয়েছে এই অভিনেত্রীর নাম পলা। একটা সময় ছিল যখন তিনি এই কথাগুলো ভয়ে কাউকে বলতে পারেননি। তবে এই মুহূর্তে তিনি কোনো কিছুর পরোয়া করেন না। তার কারণ হিসেবে জানিয়েছেন যে বলিউডে মি টু আন্দোলনে অনেকেই সামিল হয়েছেন। আর তাই তিনি পরিচালকের কুকীর্তির কথা ফাঁস করে দিতে চান।

এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো যে, ফারহা খানের পরিচালক সাজিদ খান। এরপর তার বিরুদ্ধে মিটু অভিযোগ দায়ের করা হয়। আর এর শাস্তি হিসেবে তাকে হাউসফুল ফোর এর পরিচালক থেকে বাদ দেয়া হয়।

অপরদিকে অভিনেতা অক্ষয় কুমার এই ব্যাপারে কড়া কথা বলে দেন। তিনি বলেন যে, যার বিরুদ্ধে মি টু অভিযোগ রয়েছে, তার সঙ্গে কাজ করবেন না। এছাড়া সাজিদ খানের জন্য আরও বড় শাস্তি অপেক্ষা করছিল। একাধিক মহিলা সাজিদ খানের বিরুদ্ধে মি টু কেস করেন। ফলে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বছরের জন্য এই পরিচালক কে ব্যান করা হয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।