কর্মসংস্থানখবরসর্বশেষ

বেকারত্বের জ্বালায় মাথা ন্যাড়া করে কলেজ স্ট্রিটে বিক্ষোভ করলো যুবকেরা – College Street Bikkhob for Unemployment

সামনেই বিধানসভা ভোট। বিধানসভা নির্বাচন নিয়ে আপাতত ব্যস্ত সকলে। আরো একবার নিজের নিজের প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সামনে। একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে আগের মতই। তবে এবার যেন জনসাধারণ ও তাদের নিজেদের বক্তব্য প্রকাশের জন্য এগিয়ে এসেছেন। বহুদিন নিশ্চুপ থাকার পর অবশেষে তারাও মুখ খুলেছেন নিজে নিজে ক্ষেত্রে। এক কথায় বলা ভালো, গতবছরের করোনা পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। (West Bengla Unemployment News : Boy gets bald and shows bikkhob for unemployment)

সম্প্রতি সরকারের বিরুদ্ধে যুবসমাজকে রাস্তায় নামতে দেখা গেল কলেজ স্ট্রিটে। গত দুই বছর ধরে চেষ্টা করেও কোনরকম শিক্ষক পদে নিয়োগ পত্র হাতে না পাবার ফলে রীতিমত বিখ্যাত যুবক সম্প্রদায়। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও এবং যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন দিনের পর দিন এইভাবে বেকারত্বের শিকার হতে হবে তাদের, তাই নিয়ে তারা করেছেন বিক্ষোভ। (kormo sansthan)

শুধুমাত্র রাস্তায় নেমে স্লোগান তুলে বিক্ষোভ দেখান নি তারা। এই বিক্ষোভ যেনো ছিল একেবারেই অন্যরকম। প্রকাশ্য দিবালোকে মাথা ন্যাড়া করে রাস্তায় বিক্ষোভ দেখালেন কয়েক হাজার যুবক যুবতীরা। সরকারের কাছে দাবী জানালেন, অবিলম্বে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। দিনের পর দিন এইভাবে বেরোজগারের শিকার হতে হচ্ছে তাদের। কিছুতেই এই ঘটনা তারা মেনে নিতে পারছেন না।

যুবক যুবতীদের এই বিক্ষোভের প্রসঙ্গে এখনো কোনো কথা বলতে শোনা যায়নি কোন শাসক দল অথবা বিরোধী দলকে। তবে নিঃসন্দেহে শিক্ষিত যুবক সম্প্রদায় যে এবার নিজের অধিকার টুকু বুঝে নেবার জন্য মাঠে নেমেছেন তা বলাই বাহুল্য।

boy gets bald and shows bikkhob for unemployment
বেকারত্বের জ্বালায় মাথা ন্যাড়া করে কলেজ স্ট্রিটে বিক্ষোভ করলো যুবকেরা – College Street Bikkhob for Unemployment