খবরসর্বশেষ

মুহুর্তের মধ্যে ছাই হয়ে গেল ৬ টি কারখানা। ভয়াবহ অগ্নিকাণ্ড ডোমজুরে।

Howrah : আর একটি বড়সড় অগ্নিকান্ডের কথা শোনা গেল ডোমজুড় বেলতলা এলাকায়। সোমবার ভোরে ডোমজুড়ের কিছু কারখানায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে,সোমবার ভোর চারটের সময় ডোমজুড়ের কারখানাগুলোতে দাহ্য পদার্থ থাকার ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পরে আশেপাশের কারখানাগুলোতে। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ছটি কারখানা। (In a moment 6 factories reduced to ashes. massive fire in Beltola, Domjur, Howrah, West Bengal, India.)

এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়া যায় যে, প্রথমে পাইপ তৈরি কারখানা থেকে আগুন ছড়িয়ে যায়। ওই কারখানাটিতে রাতের বেলা কাজ চলছিল। ভোররাতের দিকে আগুন দেখে হঠাৎ করে হকচকিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার অনেক চেষ্টা করলেও কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা। পরে দমকলে খবর দেওয়া হয়।

দমকলে খবর দিতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় যা ক্ষতি হয়ে যাবার হয়ে গিয়েছিল। খবর দেব আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পৌঁছে যায়। প্রায় ঘন্টাখানেক এই চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুড়ে ছাই হয়ে যাওয়া ছটি কারখানার মধ্যে রয়েছে প্লাস্টিক, জামা কাপড়, চানাচুর, এবং পাইপ তৈরির কারখানা।

দমকলের কর্মকর্তারা জানিয়েছেন যে, প্রাথমিক তদন্ত করে তারা জানতে পারেন যে,ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলোতে। যেহেতু ভোর রাতে আগুন লাগে, তাই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেকটা সময় চলে যায়।

In a moment 6 factories reduced to ashes. massive fire in Domjur.
মুহুর্তের মধ্যে ছাই হয়ে গেল ৬ টি কারখানা। ভয়াবহ অগ্নিকাণ্ড ডোমজুরে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।