খবরদেশসর্বশেষ

আপত্তিকর পোস্ট হলেই এবার শাস্তি। নতুন নিয়ম চালু করল কেরল সরকার

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট? অপরাধীকে শাস্তি পেতে হবে ৫ বছরের জন্য জেল এবং সাথে ১০ হাজার টাকা দিতে হবে জরিমানা। (Kerala Govt set up a new rule for posting inappropriate posts on social media)

আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের বিভিন্ন মন্তব্যের জন্য ভিশন স্ট্রং হয়ে গেছে যেখানে আমরা আমাদের মনের কথা অথবা কোনো ক্ষোভ সমস্তকিছুই সকলের সাথে শেয়ার করে উঠতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষেরা শেয়ার করে যার ফলে অনেককেই ভুগতে হয় এর শাস্তি।

এরকমই কিছু প্রচলন করল কেরালা সরকার। ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া যে কোন জায়গাতে কোন আপত্তিকর পোস্ট যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে কেরালা সরকার নেবে কড়া পদক্ষেপ।

এই বিষয়ে কেরালার রাজ্যপাল আরিফ মহাম্মদ খান এই আইনের ব্যাপারে সই করেছে। তবে বিরোধী পক্ষ থেকে জানা যাচ্ছে যে, এই ধরনের আইনের ফলে সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে।

কেরালা সরকার জানান যে, আজকাল সোশ্যাল মিডিয়ায় সাধারন মানুষেরা বিভিন্ন রকম যা ইচ্ছে না হয় তাই পোস্ট করছে, যার ফলে অনেক সময় অনেক আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে এই আইন শৃঙ্খলা ভেঙে যাওয়ার ফলে অনেক জায়গাতে বিভিন্ন রকম সম্প্রদায়িক অশান্তি শুরু হচ্ছে।

তার পাশাপাশি কেরালা সরকার তোলেন বিভিন্ন সাইবারক্রাইমের কথা। কেরালার সরকার জানান যে, এই ধরনের সাইবার ক্রাইম গুলো ঘটে সেগুলো কেউ রোধ করার এই আইন যথেষ্ট নয়।

এই আইনে বলা হয়েছে যে, যদি কোনরকম সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর জিনিস পোস্ট করা হয় তাহলে যে পোস্ট করেছে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ তোকে পেতে হবে ৫ বছরের জন্য কারাদণ্ড এবং সাথে ১০ হাজার টাকা জরিমানা।

তবে এই ধরনের আইনের ফলে সাধারণ মানুষের যে বাকস্বাধীনতা রয়েছে তার সঙ্গে সংবাদমাধ্যমের যে বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হতে পারে বলে অনেকেই মনে করছেন। যদিও এই আইনে কোথাও বলা নেই স্বাধীনতায় হস্তক্ষেপ করার কথা, এই আইনের বিরুদ্ধে সমালোচনা করছেন বিরোধীরা।

Kerala Govt set up a new rule for posting inappropriate posts on social media
আপত্তিকর পোস্ট হলেই এবার শাস্তি। নতুন নিয়ম চালু করল কেরল সরকার

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।