রাজনীতিরাজ্যসর্বশেষ

বিশ্বভারতীতে যৌন ব্যবসার কথা আমি জানিনা- অগ্নিমিত্রার দাবি নস্যাৎ করলেন অনুপম

মাত্র কয়েকদিন পূর্বে বিশ্বভারতীর মেলা প্রাঙ্গণে পাঁচিল তোলা নিয়ে গোলমাল বেধে যায়। এর ফলে রাজ্যের রাজনীতিতে এক ধরনের অস্থির অবস্থা শুরু হয়। নতুন করে আবার বিতরকের সূত্রপাত হলো। চলুন জেনে নেই ব্যাপারটা কি আসলে হয়েছে ?

সাংঘাতিক দাবি করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিজেপির মহিলা মোর্চার দলের রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল। তাদের কথায়, শান্তিনিকেতন প্রাঙ্গণে রাত্রিবেলা যৌনতার মেলা বসে (According to, upacharya Bidyut Chakraborty and BJP Rajya Sabhapati Agnimitra Paul, sex racket happens in the night in Visva Bharati ground at night)। আর বিভিন্ন প্রকারের অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয় বলে তারা দাবি করেছিলেন। তবে তাদের বলা বক্তব্যকে সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন লিডার অনুপম হাজরা।

visva bharati university ground in bolpur santiniketan
বিশ্বভারতী প্রাঙ্গণ, বোলপুর, শান্তিনিকেতন (ক্রেডিট: ইউটিউব)

মূলত গত রবিবারে নেতা অনুপম কে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানালেন,”বিশ্বভারতীতে পড়াশোনা করেছি আমি। সেক্স রাকেট এখানে আছে কিনা তার কোনো ধারণা আমার নেই। তাই আমি লোকের কথায় কান দেবো না। আমি ছোট থেকে বড় হয়েছি এ স্থান থেকে। বিশ্বভারতী নিয়ে আমরা একসাথে লড়াই করেছি।” (BJP leader Anupam Hazra says he doesn’t know about any sex racket in Visva Bharati University area, Bolpur, Santiniketan)

তিনি আরো বললেন,”আর এরকম নয় যে বিশ্বভারতীর নাম করে উল্টোপাল্টা বকে যাব। আর এই ঐতিহ্যমন্ডিত বিশ্ববিদ্যালয়ের নাম ধুলিস্যাৎ করে দেব। আমাদের কাছে বিশ্বভারতী একটা ইমোশন। এখানে যৌন ব্যবসা চলার কোন প্রমাণ আমার হাতে কখনোই আসেনি। ফলে যে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন সে এই ব্যাপারে দায়িত্ব নেবেন।”

অপরদিকে লিডার অনুপম হাজরা তৃণমূল দলের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বললেন,”বিশ্বভারতী মানে গোটা ভারত তথা পৃথিবীর মধ্যে বিশাল একটা জায়গা। এখানে যা ঘটে তা ইতিহাস হয়ে যায়। আশা করি আপনারা আগে কখনো দেখেননি যে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি তে জেসিবি এনে গেট ভেঙে দেওয়া হচ্ছে। ওই দলের কালচারটাই এই! নিকটবর্তী এলাকা থেকে লোক আনা হয়েছে। তারপর ট্রাক্টর দিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে তা সভ্য সমাজে হয় না। আর এই ঘটনা মেনে নেওয়া কোন মতেই সম্ভব নয়।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।