খবরবিনোদনসর্বশেষ

পুনরায় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন মহানায়ক উত্তম কুমার, জেনে নিন কিভাবে

মহানায়ক উত্তম কুমার, যার হাসিতে মুগ্ধ হয়ে যেতে পারে বহু মানুষ। যিনি আক্ষরিক অর্থেই ছিলেন মহানায়ক। আজও এই শতাব্দীতে দাঁড়িয়ে এমন অনেক মানুষ আছেন যারা উত্তমকুমারকে নিজের রোল মডেল বলে মনে করেন। (Bengal Emotion : Mahanayak Uttam Kumar is live on tv parda powered by Srijit Mukherji)

বহু নামিদামি মানুষের বায়োপিক তো হতে আমরা দেখলাম।এবার তৈরি হতে চলেছে মহানায়ক উত্তমকুমারের বায়োপিক। ছবির নাম অতি উত্তম। বাকি ছবির মত অন্য অভিনেতা থেকে এখানে দেখা যাবে না তার ভূমিকায় অভিনয় করতে। এখানে মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করবেন তিনি নিজে।

এই ছবিটি তৈরি করা হয়েছে মহানায়ক এবং তার একজন একনিষ্ঠ ভক্ত কে কেন্দ্র করে। যে ভক্ত ব্যক্তিগত জীবনে প্রেম জনিত কোন সমস্যায় পড়ে
দ্বারস্থ হয় তার প্রিয় নায়কের। সে মনে প্রাণে বিশ্বাস করে যে, তাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে একমাত্র মহানায়ক উত্তম কুমার। বক্তা কে উদ্ধার করার জন্য সশরীরে উপস্থিত হন মহানায়ক।

সিনেমা সম্পর্কে পরিচালক জানালেন,উত্তম কুমারের 50 টিরও বেশি ছবি ফুটেজ নিয়ে পর্যায়ে জীবন্ত করে তুলতে হবে তাকে।মহানায়কের হাঁটাচলা থেকে শুরু করে কথা বলার অভিব্যক্তি, সবকিছুই আরো একবার পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের। (TV porday abar jibonto hoe uthben Mahanayak Uttam Kumar)

এই ছবিতে পরিচালক বেশ কিছু নতুন মুখের সঙ্গে পরিচয় করাবেন আমাদের। এই ছবিতে তিনি নিয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত রষ্ণী ভট্টাচার্য এবং জিনা তরফদারকে। গৌরব চট্টোপাধ্যায় কি দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এছাড়াও আমরা দেখতে পাব লাবনী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায় কে।

টানা তিনবছরেরও অক্লান্ত পরিশ্রমের ফল অতি উত্তম।চিত্রনাট্য লেখার পাশাপাশি চলেছে উত্তম কুমারের বিভিন্ন ছবি নিয়ে নানা গবেষণা। পরিচালক এর প্রথম ছবি অটোগ্রাফের 10 বছর পরিপূর্ণ হবার পর মহানায়ক এর প্রতি এই শ্রদ্ধা জানানোর জন্য।

সিনেমাটি তৈরি করেছেন সৃজিত। পরিচালক সৃজিত জানিয়েছেন যে, অটোগ্রাফ যেমন ছিল সত্যজিৎ রায় এবং উত্তম বাবুর প্রতি একটি শ্রদ্ধা তেমনই উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে তাকে এই ছবির মাধ্যমে আরও একবার শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি আমরা।

mahanayak uttam kumar is live on tv parda powered by srijit mukherji
পুনরায় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন মহানায়ক উত্তম কুমার, জেনে নিন কিভাবে