খবরসর্বশেষ

দিল্লির রোডে আকাশ থেকে পড়লো তেল, দেখুন কি হলো তারপর ?

Delhi : এই মুহূর্তে করোনা রোগ সামলাতে কেন্দ্র সরকার রীতিমতো হিমশিম খাচ্ছে। তার উপর আবার ভারতের রাজধানী দিল্লিতে নতুন নতুন সমস্যা লেগেই আছে। আর নতুন করে দেখা দিল মাত্রাতিরিক্ত দূষণ। আর স্বাভাবিকভাবেই আপ সরকার কেজরিওয়ালের মাথায় ভাঁজ পড়েছে। আর এরই ভেতর দিল্লির রাস্তাতে তেলজাতীয় একটা নতুন ধরনের বিষাক্ত পদার্থ দেখতে পাওয়া গেল। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে উঠল জনসাধারণ। (Delhi News : Oil fell from the sky on Rajdhani Delhi Road, see what happened then)

প্রসঙ্গত, দীপাবলিতে বাজি পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল দিল্লি সরকার। তবে রাজধানীর জনগণ কিন্তু প্রশাসনের সাবধান বাণী মেনে চলেন নি। তারা তাদের খেয়ালখুশিমতো বাজি পুড়িয়েছেন। আর স্বাভাবিক ভাবেই যা ঘটার তাই ঘটে গিয়েছে। রাজধানীর বাতাস আরো বিষাক্ত হয়ে গিয়েছে।

এমনকি এই ঘটনাটা লোকজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তারা জানিয়েছেন যে, এই মুহূর্তে রাজধানী দিল্লির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কারণ এখানকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে। অধিকন্তু, যমুনা নদীর জলে টক্সিক ফোমের অস্তিত্ব পাওয়া গিয়েছে। আরো চিন্তার বিষয় হলো যে, পুরো শহর জুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে গিয়েছে।

এতগুলো ভয়ানক পরিস্থিতি ঘটে যাচ্ছে ক্রমাগত রাজধানীতে। তা সত্ত্বেও হুশ ফিরল না দিল্লিতে বসবাসকারী লোকজনের। তবে এবার এমন একটা ঘটনা ঘটল যা দেখে দিল্লির জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়লেন। রাস্তাতে তেলজাতীয় একটা পদার্থ দেখতে পেলেন।

মূলত গত রবিবারে বিকেল হতেই দিল্লির অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাত হয়। আর এরপরই দেখা যায় যে দিল্লির রাস্তাঘাট কি রকম পিচ্ছিল হয়ে পড়েছে। বাইক বাস কোটিতে ব্রেক কষা সঙ্গে সঙ্গে আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। আর প্রায় অ্যাকসিডেন্ট হওয়ার মত অবস্থা হয়ে যাচ্ছিল এবং রাস্তাতে ছিটকে পড়ে যাচ্ছিলেন। ফলে একটা আতঙ্কের সৃষ্টি হয়। আর জনগন দমকল বাহিনীর সাথে যোগাযোগ করেন।

সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর লোকজন ওই এলাকায় আসেন। আর রাস্তা পরীক্ষা করতে শুরু করেন। আর তখনই তাদের নজরে আসে যে দিল্লির রাস্তাতে তেলজাতীয় কি একটা পদার্থের অস্তিত্ব রয়েছে। আরে পদার্থটি পিচ্ছিল ধরনের। অনেকের ধারণা হয়েছে, বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে ওই তেল রাস্তায় পড়ে গিয়েছে।

এর ফলে দমকলের লোকজন আরো ভালোভাবে ব্যাপারটা পরীক্ষা করে। খেয়াল করেন যে, বিগত কয়েকদিন যাবত দিল্লিতে বায়ু প্রবাহের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। আবহাওয়া তে গরম বর্তমান আর তাই দূষণ বেড়ে যায়। আর অত্যধিক পরিমাণে বাজি ফাটানোর ফলে ওই দূষণ লাগামছাড়া হয়ে যায়। আর এই সমস্ত ঘটনার মিলিত প্রভাবে বাতাসে জমে থাকা ধূলিকণা এবং রাস্তাতে যে সমস্ত গাড়িগুলো চলছিল তার থেকে নির্গত ধোঁয়া বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে পিচ্ছিল পদার্থ উৎপত্তি ঘটে।

আর সাদা চোখে দেখলে এগুলোকে তেল বলে ভ্রম হতে পারে। আর একটা বিস্তীর্ণ এলাকার রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে এই পিচ্ছিল পদার্থ। ফলে যানবাহন চলাচল করা বিপদজনক হয়ে ওঠে। দমকল বাহিনীর এক কর্তা জানালেন, একটু জোরে বৃষ্টিপাত হলে এই দূষিত পদার্থ গুলো ড্রেনে পড়ে যেত। তবে এরপর দমকল বাহিনীর কর্মীরা খুব তাড়াতাড়ি এই দূষিত পদার্থ গুলি রাস্তা থেকে অপসারণ করার কাজ শুরু করে দেয়। (Delhir rasta te akash theke porlo tel)

Oil fell from the sky on Rajdhani Delhi Road, see what happened then
দিল্লির রোডে আকাশ থেকে পড়লো তেল, দেখুন কি হলো তারপর ?

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।