খবরজীবনযাত্রাসর্বশেষ

শীঘ্রপতন কোনভাবেই দায়ী নয় গর্ভধারণ না হবার জন্য, জেনে নিন বিশদে

প্রত্যেক পুরুষের ক্ষেত্রে শীঘ্র পতন হলো একটি সমস্যার ব্যাপার। শুক্রাণুর গুণগত মানের হ্রাস, শুক্রাণু সংখ্যা কমে যাওয়া প্রতিদিনের ফ্রাস্ট্রেশন লাইফের অঙ্গ হিসেবে মনে করা হয়। প্রতিদিন ইঁদুর দৌড় এর মধ্যে পড়ে অনেক পুরুষ হারিয়ে ফেলেছেন তার পুরুষত্ব। এই অবস্থায় প্রত্যেক নারীদের ক্ষেত্রে মা হবার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। কিন্তু যদি আপনি কিছু সঠিক নিয়ম পালন করতে পারেন তাহলে আপনার মা হওয়া কেউ আটকাতে পারবে না। (shighro poton kono vabei dayi noy gorbho dharon er jonno valobasha tips bangla)

সন্তান উৎপাদন ক্ষমতা এবং পুরুষত্বহীনতা এক জিনিস নয়। শীঘ্রপতনের সমস্যা থাকা সত্ত্বেও সন্তানের জন্ম সম্ভব। স্পার্ম কাউন্ট ঠিক থাকলে সন্তান ধারণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।ডাক্তারের কাছে এই ক্ষেত্রে আগে আমাদের জেনে নিতে হবে, সন্তান ধারণের জন্য ঠিক কতখানি স্পার্ম কাউন্ট দরকার। আপনার সঙ্গীর যদি স্পার্ম কাউন্ট ঠিক থাকে তাহলে, আপনার মা হবার ক্ষেত্রে কোন সমস্যা থাকে না। (sperm count – kivabe bou ke gorbhoboti pregnant korben)

যদি আপনার সঙ্গীর স্পার্ম কাউন্ট কম থাকে তাহলে, আপনার সন্তান জন্মের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে এক্ষেত্রে কিছু চিকিৎসা রয়েছে। আশাহত হলেই একেবারেই চলবে না।প্রথমে শীঘ্রপতনের সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আনতে হবে কিছু যৌন অভ্যাসের পরিবর্তন।

প্রতিদিনের খাওয়া-দাওয়ার মধ্যে মাছ মাংস প্রোটিন, ভিটামিন যোগ করতে হবে। সঠিক খাওয়া-দাওয়ার পাশাপাশি দরকার সঠিক ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে আপনার শরীর ভেঙে যেতে পারে। এছাড়াও যতটা সম্ভব নিয়ম মেনে শরীর চর্চা করতে হবে। কয়েক মাস এই ভাবে যদি সঠিকভাবে নিয়ম মেনে আপনি চলতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনি জন্ম দিতে পারেন একটি ফুটফুটে কন্যা সন্তান অথবা পুত্র সন্তানের।

shighro poton kono vabei dayi noy gorbho dharon er jonno valobasha tips bangla
শীঘ্রপতন কোনভাবেই দায়ী নয় গর্ভধারণের না হবার জন্য, জেনে নিন বিশদে – valobasha tips bangla