খবররাজ্যসর্বশেষ

ছাত্র-ছাত্রীদের মনোযোগী করার জন্য নতুন করে সেজে উঠল অশোকনগরের স্কুল

দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। চলতি বছরে সবকিছু ঠিক হয়ে যাবার পর কিছু কিছু ছাত্র-ছাত্রীদের নিয়ে আরো একবার খুলতে চলেছে স্কুল। তবে এই সবকিছুর মধ্যে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের মনের জোর বাড়ানোর জন্য অভিনব উদ্যোগ নিতে দেখা গেল অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল কে। (West Bengal Education News : Teachers of Ashoknagar Vidyasagar Bani Bhaban High School, Ashoknagar, West Bengal colours the school to attract students)

নতুন করে স্কুল শুরু হবার আগেই নতুন করে স্কুলটি সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের ব্যবস্থা রাখা হয়েছে স্কুলে। বহুদিন স্কুলে না আসার পর যে অভ্যাস নষ্ট হয়ে গেছে ছাত্র-ছাত্রীদের, যাতে তারা আরো একবার স্কুলে আসার জন্য রসদ খুঁজে পায় তার জন্য চেষ্টা চালাচ্ছেন সেই স্কুলের শিক্ষকরা।

চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হয়ে গেছে স্কুল। অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের স্কুলের গেট থেকে শুরু করে ক্লাসরুম সাজিয়ে দেওয়া হচ্ছে নতুন করে। এই প্রসঙ্গে প্রধান শিক্ষক মনোজ ঘোষ জানিয়েছেন,দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এখনো সমস্ত ক্লাসের ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারছে না। শুধুমাত্র নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র-ছাত্রীরা আসতে পারছে স্কুলে।

যে কজন ছাত্রছাত্রীরা স্কুলে আসছে, তাদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করছি আমাদের স্কুলটিকে অন্য ভাবে সাজিয়ে তুলতে। ক্লাস রুমে থাকবে প্রত্যেক মনীষীদের শিক্ষামূলক ছবি এবং বাণী। ক্লাস রুমে থাকবে সাউন্ড সেকশন। টিফিন পেরিয়ড অথবা স্কুল শুরু হবার আগে এই সংসারে চলবে বিভিন্ন ধরনের রবীন্দ্র সংগীত।

কোনভাবেই যেন ছাত্র-ছাত্রীদের জীবন থেমে না যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। দেওয়ালে আঁকা থাকবে দূরপাল্লার ট্রেন। প্রতি মুহূর্তেই স্কুলের শিক্ষক শিক্ষিকা দেওয়ালে মনীষীদের বাণী অনুযায়ী শিক্ষা দেবার চেষ্টা করবেন ছাত্র-ছাত্রীদের।

স্কুলের সবজি বাগান রয়েছে অভিনবত্ব। শিক্ষক শিক্ষিকারা আরো একবার তৈরি করতে চলেছেন সবজি বাগান এই বাগানের উৎপাদিত সবজি হিসেবে দিতে হবে ছাত্র-ছাত্রীদের, এমনই প্রচেষ্টা করছেন তারা।

স্কুল শিক্ষা কমিশনের কথা অনুযায়ী প্রত্যেক ক্লাসের সময় বাড়িয়ে এক ঘণ্টা করে দেওয়া হয়েছে। বর্তমানে হচ্ছে ৬ টি ক্লাস। স্কুল করে রাখা হয়েছে স্যানিটাইজার। সমস্ত রকম নিয়ম-নীতি মেনে স্কুলে প্রবেশ করতে হচ্ছে শিক্ষক-শিক্ষিকারা সহ ছাত্র-ছাত্রীদের।

teachers of ashoknagar vidyasagar bani bhaban high school colours the school to attract students
ছাত্র-ছাত্রীদের মনোযোগী করার জন্য নতুন করে সেজে উঠল অশোকনগরের স্কুল