বিনোদনভাইরালসর্বশেষ

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে বাঙালি মেতেছে দুর্গা পুজোর আনন্দে

প্রথমদিকে ভাবা যায়নি যে এবারে হবে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। করোনার মত মহামারীর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের চলছে জনজীবন। কিছুদিন স্তব্ধ হয়ে গেলেও আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে চাইছে মানুষ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে, পশ্চিমবঙ্গের সমস্ত ক্লাবে পুজো করা হবে তবে সমস্ত সামাজিক নিয়ম বিধি মেনে। ইতোমধ্যে তিনি কলকাতার এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার সমস্ত ক্লাবগুলোকে মাথাপিছু ৫০০০০ টাকা করে দিয়েছেন।এছাড়াও বৈদ্যুতিক বিল সহ অন্যান্য জায়গায় ক্লাবগুলোকে উল্লেখযোগ্য ছাড় দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

পুজো হবে আর পুজোর শপিং হবে না তা তো কখনো হয়না। তাই শুরু হয়ে গেছে মানুষের পুজোর আগে তোড়জোড়। কিন্তু প্রশ্ন হল যে, পুজোর প্রাক্কালে সমস্ত সর্তকতা বজায় থাকবে তো ? কলকাতা শপিং চিত্র কিন্তু অন্য কথা বলছে (showing thumb to corona Bengalis in Kolkata are enjoying Durga Puja Shopping)।

durga puja shopping during corona situation
করোনা পরিস্থিতিতে দূর্গাপুজার শপিং

গড়িয়াহাট, হাতিবাগান এবং ধর্মতলা সব জায়গাতেই রয়েছে লাগামছাড়া মানুষের ভিড় (Gariahat, Hatibagan and Dharmatala in Durga Puja situation)। সামাজিক দূরত্ব তো দূরে থাক অনেক মানুষের মুখে নেই মাস্ক। উৎসবের মরসুম শুরু হতে হতেই মানুষের মন থেকে চলে গেছে করোনার আতঙ্ক । একদিকে যেমন জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, কেমন অন্য দিকে ভিড় বাড়ছে বাজার এবং শপিংমলে। লোকাল ট্রেন চালু না হওয়ায় এখন আপাতত বাসে ভিড় বাড়ছে সাধারণ মানুষের।

ইতিমধ্যেই দুর্গাপূজা নিয়ে কিছু নির্দিষ্ট নির্দেশিকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। প্যান্ডেলের স্যানিটাইজার এবং মাক্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই সবকিছুর পরেও করোনা কে আটকানো রুখতে সম্ভব হবে ? নাকি দশমীর দিন থেকেই আবার উত্তরোত্তর বেড়েই চলবে করনা আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আপাতত খুবই চিন্তিত চিকিৎসা মহল। কিন্তু পুজোর আগের রাস্তাঘাটে যেভাবে ভিড় দেখা যাচ্ছে,তাতে এটা স্পষ্ট যে আপাতত এই মহামারী কে বুড়ো আঙুল দেখিয়ে দুর্গা পুজোর আনন্দে নিজেদের ভেসে যেতে চাইছেন সাধারণ মানুষ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।