খবরসর্বশেষ

প্রবল সমারোহে বাবার বিয়ে দিয়ে মিষ্টি প্রেমের কাহিনীর সূত্রপাত ঘটালো ছেলে

Howrah : আমাদের দেশে আস্তে আস্তে কুসংস্কার থেকে মুক্ত হচ্ছে তা কিছু ঘটনা থেকে বোঝা যায়। কিছু ঘটনা এমন হয় যা আমাদের মনকে ভালো করে দেয়। কিছু ঘটনা চিরকাল শিক্ষণীয় হয়ে থাকে সকলের মাঝখানে। এমনই একটি ঘটনা ঘটে গেল কিছুদিন আগে। মা মারা গেছেন দশ বছর হয়ে গেছে। ছেলে থাকে বাইরে। বাড়িতে থাকলে দিন কাটান বাবা। কিন্তু মৃত মানুষের স্মৃতি আগলে ধরে আর কতদিন বেঁচে থাকা যায়। তাই বাবাকে নতুন একটি জীবন উপহার দিল ছেলে। যদিও জীবনসঙ্গী হিসেবে যাকে বেছে নিয়েছেন বাবা, তাতে ইচ্ছা করলেই আপত্তি জানাতে পারতো ছেলে। কিন্তু নিজের কথা না ভেবে বাবার সুখের কথা চিন্তা করেছে ছেলে। (Howrah News: Son Sayan conducts the marriage of his father and starts a new era of sweet love)

সোশ্যাল মিডিয়া দরবারে এই খবর আসার পর রীতিমতো প্রশংসার বন্যা বয়ে গেছে। বরের নাম তরুণ কান্তি পাল। বয়স ৬৬। বউয়ের নাম স্বপ্না রায়। বয়স ৬৩। গত ২৫ নভেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার আসি তাদের ভালোবাসার গল্প তে। দুজনের পরিবার আগে থেকেই পূর্ব পরিচিত ছিলেন। ভট্টনগর গ্রামে থাকতেন তারা। কিন্তু নবদম্পতির আগে কখনো সাক্ষাৎ হয়নি। (66 years old Tarun Kanti Paul marries Swapna Roy, 63 years old in Bhattanagar, Howrah, West Bengal)

তাহলে কি করে হলো প্রেম ভালোবাসা? ছেলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে, বছর দুই আগে বাবা অবসর নিয়েছিলেন। এরপর ভট্টনগর রামকৃষ্ণ মঠে তিনি নিয়মিত যেতেন। সেখানেই আসতেন স্বপ্না দেবী। সারদা মায়ের জন্ম তিথিতে দুজনের প্রথম আলাপ হয়েছিল। এরপর মাঝে মাঝে দেখা হতো তাদের। তারপর যা হয়, ফোন নাম্বার এক্সচেঞ্জ থেকে কথা বলা সব কিছুই হয় আস্তে আস্তে।

এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর ভাবে তৈরি হয়। স্বপ্না রায় নিজের ভালোবাসা জানান তরুণ কান্তি বাবুকে। সেই ভালবাসার কথাতে সম্মতি জানান তরুণ বাবু। এরপর তারা ছেলেদের মত নেন। ছেলে সায়ন থাকে কানাডাতে। বাবা এখনে একা থাকেন। তাই বাবার বিয়েতে খুবই খুশি হয়েছে ছেলে।

তরুণ কান্তি পাল ইন্ডিয়ান এক্সপ্রেস (The Indian Express) সংবাদ মাধ্যম কে জানিয়েছেন যে, জীবন একটি দীর্ঘ যাত্রা ছাড়া কিছুই নয়। এই যাত্রাতে কাউকে সঙ্গে করে আমাদের নিয়ে যেতে হয়। দুর্ভাগ্যক্রমে যদি কোন সংগী আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমাদের একলা সেই পথ চলতে হয়। তবে কোনো কোনো সময় অসমাপ্ত যাত্রায় যদি কাউকে পাশে পাওয়া যায়, তাহলে বাকি জীবন আরো সুখকর হয়ে ওঠে”।

Son conducts the marriage of his father and starts a new era of sweet love
প্রবল সমারোহে বাবার বিয়ে দিয়ে মিষ্টি প্রেমের কাহিনীর সূত্রপাত ঘটালো ছেলে (ইন্টারনেট থেকে সংগৃহীত)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।