বাংলাদেশবিনোদনসর্বশেষ

বাংলাদেশের নম্বর থেকে জঘন্য ভাষায় মেসেজ, শ্রাবন্তী অভিযোগ জানালেন বাংলাদেশ হাইকমিশনে

বেশ কিছু‌দিন ধরেই বাংলাদেশের কয়েকটি নম্বর থেকে অশালীন মেসেজ করা হচ্ছিল টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়‌কে। সেই সমস‍্যার ব‍্যবস্থা নিতেই এবার গুরুতর পদক্ষেপ নিলেন তিনি। অভিযোগ জানালেন বাংলাদেশের হাইকমিশনে‌। অভিনেত্রী‌র অভিযোগ দিনের পর দিন অশালীন শব্দ ব‍্যবহার করে কটাক্ষ করা হচ্ছিল তাকে (Srabanti Chatterjee complains to bangladesh high commision for getting inappropriate message from bangladesh)। এর আগে অন‍্যান‍্য অভিনেত্রী‌রাও এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

বহুদিন ধরেই চলছিল বিষয়টি। এমনকি ভারতবর্ষকে নিয়ে খারাপ মন্তব্য করা হয়েছিল ওই এসএমএসগুলোতে। হোয়াটসঅ্যাপে নয়, শুধু মেসেজ আসতো। তিনি বহুবার ব্লক করার পরও অন্য নম্বর থেকে আবার মেসেজ পাঠানো হয়েছে।

তিনি প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও তার স্বামী রোশনের পরামর্শে তিনি ব্যবস্থা নেন। তিনি আরো জানিয়েছেন যে, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাকিরা সাবধান হয়ে যাবে। যারা এটা করছেন তাদের বাড়িতে মা-বোন রয়েছেন। কিন্তু একটা মেয়েকে কিভাবে অপমান করতে পারে।

এরপরই তিনি এবং তার স্বামী রোশন অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। বাংলাদেশ তাদের কিছু পরিচিত লোক থাকায় বাংলাদেশের হাই কমিশনে অভিযোগ করেন তিনি। তিনি এও জানান, দীর্ঘদিন ধরে অপরাধ সহ্য করাটা অপরাধ।

শ্রাবন্তী আরও জানান, বাংলাদেশের একটি সিনেমা ‘বিক্ষোভ”-এ তিনি কাজ করছেন। ছবির শুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেলেও একটি গান বাকি রয়েছে। একটি সেটি হয়ে গেলে ছবিটি মুক্তি পাবে। এর আগেও “যদি একদিন” নামে একটি বাংলাদেশের ছবিতে কাজ করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।