“তোমার আদর মিস করছি” – রাজের বিরহে কাতর শুভশ্রী
টলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক হলেন রাজ চক্রবর্তী। সিনেমার পাশাপাশি তিনি সমানভাবে গুরুত্ব দিতে ভালোবাসেন তার ব্যক্তিগত জীবন কেও। আমরা সকলেই জানি যে আজ থেকে 2 বছর আগে তিনি বিবাহ করেছেন অন্যতম অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে। তাদের বিবাহিত জীবনের ফসল অর্থাৎ একমাত্র পুত্র সন্তানের জন্ম হয়েছে গত বছরের শেষের দিকে। তাকে নিয়ে বেশ ভালই দিন কেটে যায় তাদের। (Tollywood Xossip News : Subhashree Ganguly misses her husband Raj Chakraborty so much)
বিয়ের পর সেই ভাবে তাকে অপরকে ছাড়া কোনদিন থাকেনি তারা। তবে সম্প্রতি রাজ চক্রবর্তীর আরো একটি পরিচয় হয়েছে তিনি হলেন, তৃণমূল সরকারের জনপ্রতিনিধি। তাই স্বাভাবিকভাবেই এই সময়ে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। ভোটের প্রচারে ভীষণভাবে ব্যস্ত থাকতে হচ্ছে রাজ চক্রবর্তীকে।
তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি লড়ছেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। তাই কার্যত বসতবাড়ি ছেড়ে এখন তিনি রয়েছেন ব্যারাকপুরে। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার কারণে এখন সেই ভাবেই স্ত্রী এবং ছেলেকে সময় দিতে পারছেন না তিনি। আর স্বাভাবিকভাবেই স্বামীকে কাছে না পেলে কোন স্ত্রীর মন খারাপ হয় না।
সম্প্রতি এমনই একটি কথা টুইট করে জানালেন শুভশ্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন স্বামী এবং সন্তানের একটি ছবি। যেখানে আয়নার সামনের রাজকে দেখতে পাওয়া যাচ্ছে ছেলের সঙ্গে মুখভঙ্গি করতে। ছেলেও হতবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাবার দিকে।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখলেন যে, আমরা তোমাকে খুব মিস করছি। তোমার নাচ, তোমার পাগলামি, তোমার স্পর্শ থেকে শুরু করে তোমার সবকিছু, তোমার ভালোবাসা আমাদের কাছে সবটুকু। তুমি আমাদের হিরো, আমাদের জীবন, আমাদের ভালোবাসা। তাড়াতাড়ি ফিরে এসো, ইউভান এবং মাম্মা।
ছবিটি এবং ক্যাপশন দেখলেই বোঝা যাবে যে,কাছের মানুষকে কতখানি মিস করছে শুভশ্রী এবং তার পুত্র। তবে রাজ ও যে তার স্ত্রী এবং সন্তানকে মিস করছে, তা তাকে দেখলেই বোঝা যায়। কাজের ফাঁকে ফাঁকে ছেলে এবং স্ত্রীকে ভিডিও কল করতে একেবারেই ভূলছেন না তিনি।
