খবরজীবনযাত্রাসর্বশেষ

শীতে মিষ্টি ও মসৃণ গোলাপি ঠোঁট পাওয়ার গোপন পদ্ধতি ফাঁস

পুজো শেষ হতেই আস্তে আস্তে গুটিগুটি পায়ে আমাদের কাছে এসে গেছে শীত l ইতিমধ্যেই সকলের মাথা ব্যাথা শুরু হয়ে গেছে গা হাত পা ফাটা নিয়ে। এই উত্তরে হাওয়া তে এমন অনেক মানুষ আছে যাদের, খুব তাড়াতাড়ি গা হাত পা ফেটে যায়। তবে সবথেকে অস্বস্তিকর ঘটনাটি হল, বারবার ঠোঁটের চামড়া শুকিয়ে যাওয়া। অনেকের এতটাই ঠোঁটের চামড়া শুকিয়ে যায় যে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়। তাই আমাদের সকলের উচিত যতটা সম্ভব বাজারচলতি প্রোডাক্ট এড়িয়ে যাওয়া। এমতাবস্থায় যতই বিজ্ঞাপনে বলুক না কেন,চোখ কান নাক বন্ধ করে ঘরোয়া টোটকা ব্যবহার করার কথা ভুলবেন না। (365 Reporter Bangla Beauty Tips : kivabe sit kale misti, norom o golapi thoth banaben, gopon poddhoti. thoth fata protikar korar ghoroya niyom )

ঠোঁট ভালো রাখতে প্রতিদিন ঠোটে মধু লাগাতে পারেন। এছাড়া লাগিয়ে রাখতে পারেন মাখন। তবে তার আগে অলিভ অয়েল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিতে ভুলবেন না। আর যাদের ঠোঁট ফাটা নিত্যদিনের সমস্যা, তারা কিন্তু মনে করে প্রতিদিন বেশি করে ভিটামিন ই খাবেন। তবে শীতকালে বেশি করে যত্ন নেওয়া উচিত ঠোঁটের। তার জন্যে রইলো কিছু ঘরোয়া পদ্ধতি। (The secret to getting sweet and smooth pink lips in winter revealed. You can apply honey, Olive oil modhu to keep your lips smooth)

ল্যাভেন্ডার লিপবাম: (Lavender Lip Balm Ingredients and Preparation)

উপকরণ : ৪ চামচ আমন্ড আর অলিভ অয়েল, গ্রেট করা মোম (grated beeswax), ১ চামচ মধু,৭ চামচ ল্যাভেন্ডার এসেন্সিয়ল অয়েল, ভিটামিন ই ক্যাপসুল ১টা, পছন্দের রঙের লিপস্টিক ১/২ চামচ, কোকো পাউডার ১ চামচ

যেভাবে বানাবেন : একটি স্টিলের বাটিতে মোম নিয়ে তার মধ্যে মধু এবং নারকোল তেল মিশিয়ে দিন। তারপর তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন। এই মিশ্রণটি কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে লিপবাম হিসাবে ব্যবহার করুন।

রোজ লিপ বাম: (Rose Lip Balm Ingredients and Preparation)

উপকরণ : ১ চামচ নারকেল তেল, এক চামচ grated beeswax, এক চামচ মধু, ভিটামিন ই ক্যাপসুল ১টা

যেভাবে বানাবেন : মোম গরম করে তার মধ্যে রোজ অয়েল, ক্যাস্টর অয়েল, কোকো বাটার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন ভ্যানিলা এসেন্স। ঘরের তাপমাত্রায় পুরো মিশ্রণটি রেখে দিয়ে তারপর কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। তাহলে তৈরি হয়ে যাবে রোজ লিপবাম।

The secret to getting sweet and smooth pink lips in winter revealed
শীতে মিষ্টি ও মসৃণ গোলাপি ঠোঁট পাওয়ার গোপন পদ্ধতি ফাঁস

চকলেট পুদিনা লিপবাম: (Chocolate Pudina Mint Lip Balm Ingredients and Procedure)

উপকরণ : কোকো পাউডার- ১ চামচ, আমন্ড অয়েল- ২ চামচ, grated beeswax- ২ চামচ, পুদিনা অয়েল (peppermint oil)- কয়েক ফোঁটা

যেভাবে বানাবেন : একদম অল্প আঁচে ওয়াক্স গরম করতে বসান। এরপর কোকো পাউডার মিশিয়ে নিয়ে দিয়ে দিন আমন্ড অয়েল এবং কয়েক ফোঁটা পুদিনা তেল। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে ব্যবহার করুন।

সিয়া বাটার লিপবাম: (Sia Butter Lip Balm Ingredients and Preparation)

উপকরণ : নারকেল তেল-১ চামচ, সিয়া বাটার-১ চামচ, ওয়াক্স-১ চামচ, লেমন এসেন্সিয়ল অয়েল কয়েক ফোঁটা, মধু- ১ চামচ

যেভাবে বানাবেন : স্টিলের বাটিতে কোকোনাট অয়েল, বাটার এবং ওয়াক্স গরম করে নিন। তারপর তাতে দিয়ে দিন লেমন এসেন্স অয়েল। ঠান্ডা করে ফ্রিজে রেখে ব্যবহার করতে শুরু করে দিন।

অরেঞ্জ লিপবাম: (Ingredients and Preparation of Orange Lip balm)

উপকরণ : ওয়াক্স- ২ চামচ, সিয়া বাটার- ২ চামচ, নারকেল তেল- ১ চামচ, অলিভ অয়েল- ১ চামচ, অরেঞ্জ এসেন্সিয়ল অয়েল- ৮ ফোঁটা, ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা

যেভাবে বানাবেন : একটি পাত্রে মোম, নারকেল তেল এবং শিয়া-বাটার নিয়ে ভালো করে গরম করে নিন তারপর তাতে মিশিয়ে দিন অরেঞ্জ অয়েল। ঠান্ডা হয়ে গেলে ভ্যানিলা অয়েল মিশিয়ে কন্টেনারে রেখে দিন। এরপর ফ্রিজে রেখে প্রতিদিন ব্যবহার করুন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।