খবরজীবনযাত্রাসর্বশেষ

আপনার সঙ্গিনী যৌন মিলনের জন্য ইচ্ছুক না অনিচ্ছুক – এক্ষুনি জেনে নিন এই প্রতিবেদনে – Sex Tips Bangla

প্রত্যেকটি সম্পর্ক টিকে থাকে কিছু বোঝাপড়ার উপরে।একজন স্বামী ও একজন স্ত্রীর মানসিক এবং শারীরিক বোঝাপড়া খুব দরকার। অনেক সময় শুধু মানসিক বোঝাপড়া না থাকার কারণে তাকে অপরের থেকে দূরত্ব তৈরি করে ফেলে। অনেক সময় পুরুষেরা ভেবে ফেলেন, সঙ্গিনী হয়তো শারীরিক মিলনের কথা মুখ ফুটে বলবে। তবে এই ধারণা আপনার একেবারেই ভুল। সঙ্গিনী কখনোই মনের কথা মুখ ফুটে বলবে না। (Relationship Tips Bangla : This signs tell you that your partner is ready to jouno milon)

এই বিষয়ে মনোবিদদের মত অনুযায়ী, বেশিরভাগ মহিলারা কখনো সরাসরি শারীরিক মিলনের কথা মুখ ফুটে বলে না। তাদের মধ্যে কিছু লক্ষণ এমন থাকে, সেটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। প্রত্যেক পুরুষের জন্য রইল এমন কিছু টিপস, যা দেখে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনার সঙ্গিনী এই মুহূর্তে শারীরিক মিলনের জন্য ইচ্ছুক না অনিচ্ছুক। (mohila ra saririk milon er kotha mukh fute bole na)

মাঝে মাঝে যদি আপনার সঙ্গিনী উদাসীন হয়ে যায়, আনমনে আপনার দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় আপনাকে কিছু বলতে চাইছে, তাহলে বুঝে যেতে হবে যে, আপনার রাত রঙিন হতে চলেছে। অবশ্যই সেই দায়িত্ব নিতে হবে আপনাকে।

আপনার সঙ্গিনী যদি ইচ্ছাকৃত কোন গোপন জায়গায় হাত দিতে চায়, কোন আছিলায় আপনার থাই অথবা বুক স্পর্শ করতে চায়, তাহলে আর দেরি না করে এখনই বুঝে নিন তার মনের ইচ্ছা। (gopon jaigay haat)

কখনো যদি আপনার সঙ্গিনী আপনার সঙ্গে গল্পে মেতে ওঠেন, তাহলে বুঝতে হবে যে তিনি শারীরিক মিলনের জন্য ইচ্ছুক। বেশি রাত পর্যন্ত যদি আপনার সঙ্গে তিনি কথা বলতে চান, তাহলে অযথা ঘুমিয়ে পড়বেন না। (bou ki saririk milone icchuk na onicchuk)

আপনার সঙ্গিনী যদি বারবার আপনার শরীরের প্রশংসা করে, তাহলে দেরি না করে এগিয়ে যেতে হবে। তবে তাড়াহুড়ো না করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।

আপনার কোন যৌনতার অতীত সম্পর্কে যদি তিনি আগ্রহী থাকেন তাহলে বুঝতে হবে যৌনতার বিষয়ে সরাসরি কথা না বললেও আপনার সঙ্গে যৌন মিলনের জন্য তিনি ভীষণভাবে আগ্রহী।

this signs tell you that your partner is ready to jouno milon
আপনার সঙ্গিনী যৌন মিলনের জন্য ইচ্ছুক না অনিচ্ছুক -এক্ষুনি জেনে নিন এই প্রতিবেদনে – Sex Tips Bangla (প্রতীকী ফটো)