খবরবিনোদনভাইরালসর্বশেষ

পাইলট অসুস্থ, বিমান ওড়াল তিতলি। সিরিয়ালের প্রমো ট্রোলের মুখে

কথাতেই আছে গল্পের গরু গাছে ওঠে, তবে সেই গরু যদি হয় বাংলা সিরিয়ালের, তাহলে সেই গরুকে প্লেনে তুলে দেওয়া যায় অনায়াসে।বাংলা ধারাবাহিকের এমন কিছু দৃশ্য আমরা দেখতে পাই যা বাস্তব জীবনে কখনোই ঘটে না। একইসঙ্গে দিনের-পর-দিন আত্মীয়-স্বজনেরা থেকে যাচ্ছেন বাড়িতে, অথবা রীতিমতো মেকআপ করে হসপিটালের বেডে শুয়ে রয়েছেন নায়িকা, এমনকি স্বামীর অন্য ভালোবাসার কথা জেনেও একইসঙ্গে তিনজনে এক ছাদের তলায় বসবাস করছে,এমন আরও অনেক অকাল্পনিক ঘটনা আমরা দেখতে পাই বাংলা সিরিয়ালে। (Star Jalsha Bangla Serial News : Titli runs the plane in serial as pilot becomes sick. Netizens troll the promo)

তেমনি আরো একটি ঘটনা সম্প্রতি আমরা দেখেছি বাংলা মেগা সিরিয়াল তিতলির একটি প্রমো তে। এ সিরিয়ালটি একজন মুখ এবং বধির মেয়ে কে ঘিরে তৈরি হয়েছে। শারীরিকভাবে অক্ষম হয়েও তার স্বপ্ন জীবনে পাইলট হবার। যাইহোক, সম্প্রতি এই ধারাবাহিকের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়াতে তুমুলভাবে ভাইরাল হয়েছে। এই দৃশ্যটি তে দেখা গেছে যে, পাইলট হবার স্বপ্ন পূরণ আদৌ সম্ভব হবে কিনা এই ভেবে মন খারাপ করে বসে রয়েছে তিতলি। প্লেনে তিতলির সঙ্গে পাশের সিটে বসে রয়েছেন তার স্বামী। ঠিক তখনি ঘটে গেল আসল চমক। (Star Jalsha serial Titli stars Madhupriya Chowdhury aka Titli who wish to become pilot and Aryann Bhowmik aka Sunny)

হঠাৎ দেখা যায় যে, কেবিন থেকে বেরিয়ে আসে একজন পাইলট। হার্ট অ্যাটাক হবার কারণে তিনি প্লেন চালাতে পারছেন না। একজন পাইলট বেরিয়ে আসার ফলে বিমান তখন টালমাটাল, যাত্রীদের মধ্যে ছড়িয়ে গেছে আতঙ্ক। ঠিক সেই সময়ে নিজের সিট ছেড়ে সোজা ককপিটে ঢুকে পরে তিতলি। সেখানে গিয়ে দেখে যে, সরকারি পাইলট একা বিমান চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন।

পরবর্তী দৃশ্য তে দেখানো হচ্ছে যে, তাড়াতাড়ি পাইলটের আসনে বসে পড়েছেন তিতলি। নিজের স্বামীকে সে বলছে, এটিসি থেকে যা নির্দেশ আসে তাকে বলে দিতে। যেহেতু তিনি কানে শুনতে পায় না, তাই কোনো নির্দেশ শুনতে সে পাবে না। তবে কানে শুনতে না পেলেও লিপ রিডিং করতে পারে সে। প্রমো র শেষ দৃশ্য দেখানো হয়েছে যে, তিতলি মরিয়া হয়ে বিমানটিকে ওড়ানোর চেষ্টা করছে। এই বিপদ থেকে সকলকে উদ্ধার করতে পারবে কিনা তিতলি, তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ সিরিয়ালটি।

সম্প্রতি এই প্রোমোটি কে ঘিরে সোশ্যাল মিডিয়াতে হাসির রোল উঠেছে। পাইলট হবার বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা স্বত্বেও কিকরে দুম করে বিমান উড়ানো যায়, তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন দর্শকেরা। পাইলট অসুস্থ হয়ে গেলেও কো পাইলট এর ভূমিকা কি, তা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। প্রমোতে যাই বলা হোক না কেন,শেষ পর্যন্ত যে তিনি বিমানটিকে নিরাপদে মাটিতে নামিয়ে আনতে পারবে, তা বলাই বাহুল্য। তবে দর্শকদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, এতোখানি বাস্তব বর্জিত চিত্রনাট্য তৈরি করা কি খুব দরকার ছিল? স্বভাবতই সোশ্যাল মিডিয়াতে এই প্রমো টিকে দেখার পর সেখানে সিরিয়াল টি কে নিয়ে উপহাস করার কোন সুযোগ ছাড়ছেন না নেটিজেনরা।

কিছুদিন আগে আরেকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক কৃষ্ণকলির একটি দৃশ্য তা কিভাবে উপহাসের পাত্র হয়েছিল। সেখানে একটি দৃশ্যে চিকিৎসকের হাতে দেখা গিয়েছিল সস্তার স্ক্রাব প্যাড। তা নিয়েই মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তোলেন ডাক্তারবাবু। তবে বাংলা নয়, বেশকিছু হিন্দি ধারাবাহিকেও একইরকম কাল্পনিক দৃশ্য দেখানো হয়। দর্শকদের একটাই প্রশ্ন, বাস্তবের সঙ্গে মিল রাখার খুব দরকার চিত্রনাট্যের। এভাবে অবাস্তব জিনিস দেখানোর কোনো প্রয়োজন নেই।

titli runs the plane in serial as pilot becomes sick
পাইলট অসুস্থ, বিমান ওড়াল তিতলি। সিরিয়ালের প্রমো ট্রোলের মুখে (Credit : Star Jalsha)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।