কলকাতাখবরসর্বশেষ

Women Mysterious Death in Behala : বেহালার গলিতে মৃত গৃহবধূর দেহ উদ্ধার করা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য

বৃহস্পতিবার সকালে বেহালায় একজন গৃহবধূর রক্তাক্ত দেহ কে নিয়ে ছড়ায় চঞ্চলতা। বৃহস্পতিবার সকালে বেহালার জয়শ্রী পার্ক এলাকায় এক গৃহবধূর দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে, যে মহিলাটিকে উদ্ধার করা হয়েছে তার নাম নীলা ভট্টাচার্য। মৃত মহিলার বয়স ৪২ বছর। বেহালার আনন্দ পল্লীতে নিবাস তার। (Murder News Kolkata : Woman dead body of Nila Bhattacharya found from Jayashree Park, Behala lane, Kolkata, West Bengal)

এলাকাবাসীকে জিজ্ঞাসা করাতে তারা বলেছেন, বুধবার সন্ধ্যেবেলা ওই মহিলাকে দেখা গেছে এলাকায়। এলাকাবাসীদের মত অনুযায়ী তখন তিনি সুস্থ ছিলেন। তবে ভীষণভাবে নেশা করার অভ্যাস ছিল তার। এর আগেও মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে গেছে নেশা করার উদ্দেশ্যে। (Women unnatural death in Kolkata)

বুধবার রাতে ও একই ভাবে বাড়ি থেকে বেরিয়ে। তারপর আর তার বাড়ি ফেরা হয়নি। পরের দিন সকালে জয়শ্রী পার্ক এলাকায় গলির ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। (Griho bodhur nithor deho lash roktatto)

তদন্তে জানা গেছে যে, নিহত মহিলার মাথার পেছনে একটি ক্ষতচিহ্ন লক্ষ্য করা গেছে। কোন ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে। বাড়িতে চোখের কাছে রয়েছে একটি ক্ষত চিহ্ন। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে, কোন ভারী বস্তু দিয়ে তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ রক্তাক্ত দেহটি উদ্ধার করে নিয়ে গিয়ে বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছেন। বেহারা থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন।ময়নাতদন্তের পর ওই মহিলার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছেন পুলিশ। তবে ইতিমধ্যেই মহিলার সঙ্গে কারোর ব্যক্তিগত সম্পর্ক অথবা শত্রুতা ছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ।