জীবনযাত্রাসর্বশেষস্বাস্থ্য

পিরিয়ডের সময় হস্তমৈথুন করার ভালো দিক এবং খারাপ দিক, জেনে নেওয়া যাক

এর আগেও বারবার চিকিৎসকদের বলতে শোনা গেছে যে, হস্তমৈথুন কোন খারাপ কাজ নয়। এটি কোন অসুস্থ তাও নয়। এটি খুবই সামান্য এবং স্বাভাবিক একটি ঘটনা। হস্তমৈথুন করলে যে ওভাম কাউন্ট কমে যেতে পারে এটিও একটি ভ্রান্ত ধারণা ছাড়া অন্য কিছু নয়। (Health Tips Bangla: hastomaithun effects on health during mashik)

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, যৌনাঙ্গে আঘাত না লাগে এমন ভাবে হস্তমৈথুন করলে কোন রকম শারীরিক সমস্যা দেখা দেবে না। খুব বেশি পরিমাণে ভাইব্রেটর ব্যবহার না করাই ভালো। স্বাভাবিক এবং সামান্য ভাবে হস্তমৈথুন করলে শরীরের ওপর কোনো রকম প্রভাব পড়ে না।

হস্তমৈথুন করলে শুধুমাত্র যে শারীরিক চাহিদা মিটে যায় তা কিন্তু নয়, হস্তমৈথুনের সময় পেশী সংকোচন এর ফলে পেলভিক পেশি শক্তিশালী হয়ে ওঠে। বিডিআরের সময় যদি হস্তমৈথুন করেন তাহলে জরায়ুর প্রসার ঘটে এবং রক্তপ্রবাহ উন্নত হয়। তাই নির্দ্বিধায় পিরিওড এর সময় আপনি হস্তমৈথুন করতে পারেন। হস্তমৈথুন করলে আপনার মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে।

একদিকে যেমন আপনার মানসিক শান্তি পাবেন তেমন অন্যদিকে আপনার ঘুম খুব ভালোভাবে হবে। তাই নির্দ্বিধায় হস্তমৈথুন করতে থাকুন।